বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ, অভিনন্দন রাষ্ট্রপতির
![বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ, অভিনন্দন রাষ্ট্রপতির Viswanathan Anand wins the world rapid chess championship at Riyadh; Prez congratulates বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ, অভিনন্দন রাষ্ট্রপতির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/29154103/v-anand.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রিয়াধ: ফের একবার বিশ্বসেরার শিরোপা জিতলেন বিশ্বনাথন আনন্দ। বৃহস্পতিবার, রিয়াধে বিশ্ব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন দেশের সেরা দাবাড়ু।
এই প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসনকে নবম রাউন্ডে গিয়ে কিস্তিমাত দেন আনন্দ। ২০১৩ সালে এই চ্যাম্পিয়নশিপ কার্লসনের কাছে হেরেছিলেন আনন্দ। এবার, সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। এর আগে, ২০০৩ সালে ভ্লাদিমির ক্রামনিককে হারিয়ে বিশ্ব র্যাপিড চেস প্রতিযোগিতা জিতেছিলেন আনন্দ।
এবারের প্রতিযোগিতায় অপারজেয় ছিলেন আনন্দ। শেষ পাঁচ রাউন্ডের শুরুতে রাশিয়ার ভ্লাদিমির ফেডোসীব এবং ইয়ান নেপোম্নিয়াচ্চির সঙ্গে যুগ্ম দ্বিতীয় ছিলেন আনন্দ। তিনজনের পয়েন্ট ছিল সর্বাধিক ১৫-র মধ্যে ১০.৫। টাই-ব্রেকারে ফেডোসীবকে ২.০ তে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন আনন্দ।
প্রায় ১৪ বছর পর ফের বিশ্ব র্যাপিড চেস খেতাব জয়ের পর আনন্দ জানান, কার্লসনকে হারানোই তাঁর কাছে টার্নিং পয়েন্ট। ৪৮ বছরের এই দাবাড়ুকে সাম্প্রতিককালে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে, লন্ডন ক্লাসিক চেস প্রতিযোগিতায় শেষ স্থানে ছিলেন আনন্দ।
তার প্রভাব যে এই টুর্নামেন্টের শুরুতে ছিল, আনন্দ সে কথা স্বীকারও করে নেন। বলেন, আগের প্রতিযোগিতাগুলিতে ফল খারাপ হওয়ার দরুন এখানে তিনি নেতিবাচক মানসিকতা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু, কার্লসনকে হারানোর পর আত্মবিশ্বাস ফিরে পাই। শেষে অপরাজেয় থেকে টুর্নামেন্ট জিততে পেরে নিজেই অবাক হই।
এই সাফল্যের জন্য আনন্দকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন, দশকের পর দশক ধরে এভাবে কৃতিত্ব অর্জন করে আপনি সকলের কাছে অনুপ্ররণা হয়ে উঠেছেন। ভারত আপনার জন্য গর্বিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)