VVS Laxman : NCA ছেড়ে IPL-এ এই দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন লক্ষ্মণ ?
NCA Head : ২০২১-এর নভেম্বর মাস থেকে NCA-র প্রধান পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।
নয়াদিল্লি : শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলেই নয়, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেও পরিবর্তন আসতে চলেছে। এমনই খবর। ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রতিষ্ঠান বেঙ্গালুরুর NCA। শীর্ষ স্থানীয় কোচদের তত্ত্বাবধানে এখানে একাধিক গ্রুপের ক্যাম্প হয়ে থাকে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক সিনিয়র কর্মীরা চোট পাওয়ার পর রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার জন্য এখানে আসেন। ২০২১-এর নভেম্বর মাস থেকে NCA-র প্রধান পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের পর ওই পদে আসেন তিনি। ঐতিহ্য অনুযায়ী, একাধিক সফরে জাতীয় দলের সঙ্গেও সফর করেন NCA প্রধান। VVS Laxman To Quit NCA
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণ এই ভূমিকায় আর থাকতে অনিচ্ছুক। পরিবর্তে তিনি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। অগাস্টে তাঁর চুক্তি শেষ হচ্ছে। পুনরায় তিনি NCA-র দায়িত্বে থাকতে চান না। একাধিক রিপোর্টে এমনই খবর। প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, ২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ তথা সাপোর্ট স্টাফ বিক্রম রাঠৌর লক্ষ্মণের জায়গায় দায়িত্ব নিতে পারেন।
সূত্র উদ্ধৃত করে স্পোর্টস তাক-এ একটি প্রতিবেদনে লেখা হয়েছে, "খুব সম্ভবত NCA-তে রাঠৌরকে দেখা যেতে পারে। এখনকার মতো লক্ষ্মণের চুক্তি পুননর্বীকরণ ঝুলে রয়েছে। কিন্তু তাঁর দিক থেকে কথোপকথন ইতিবাচক নয়। রাঠৌরকে NCA-র দায়িত্ব নেওয়ার জন্য বলা হতে পারে। ICC-র বৈঠকের পর ভিভিএসের বক্তব্য বোঝার চেষ্টা করবেন BCCI সচিব জয় শাহ।"
সম্প্রতি টি২০ বিশ্বকাপে ভারত জেতার পর রাহুল দ্রাবিড়ের উদ্যোগের প্রশংসা করেন লক্ষ্ণণ।
এক্স হ্যান্ডেলে লক্ষ্মণের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। লক্ষ্মণ বলেন, 'যখন উনি (দ্রাবিড়) হাতে বিশ্বকাপ তুলে নেন, আমার মনে হয়েছিল এটা রোহিত শর্মা ও বিরাট কোহলির খুব ভাল একটা উদ্যোগ। ট্রফি হাতে তুলে নিয়ে উনি যেভাবে উদযাপন করলেন, তাতেই বোঝা যায় দলের প্রত্যেকের কাছে এটা কতটা দামি ছিল। কী হারে পরিশ্রম তাঁদের করতে হয়েছে। এই জয়ের পিছনে সেই বড় গল্পটা বলে দিয়েছে আনন্দ উদযাপন।'
আরও পড়ুন ; বদলে যাচ্ছে আইপিএলের খোলনলচে? নিলামে থাকতে পারে চমক, বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।