এক্সপ্লোর
Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের উল্লেখ করে ওয়াকারের দাবি, পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল জোরাল
ইসলামাবাদ: ২০১৭-র ১৮ জুন। ওই বিশেষ দিনটি ভারতের ক্রিকেটপ্রেমীরা কখনও ভুলতে পারবেন না। ওই দিন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। জসপ্রিত বুমরাহর নোবল থেকে শুরু করে মহম্মদ আমিরের আগুন ধরানো স্পেল- ভারতীয় দলের সমর্থকদের মনে সেই দিনের স্মৃতি এখনও তাজা। ওই দিনটির প্রসঙ্গ উল্লেখ করেই এবার পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস ২০১৯-এর বিশ্বকাপে জয়ী কে হবে, তা নিয়ে ভবিষ্যতবাণী করলেন।
ইউনিস বলেছেন, ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে যে অভিজ্ঞতা পাকিস্তান অর্জন করেছে, তা আগামী বছরের বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে দলের আত্মবিশ্বাস বাড়াবে। আগামী বছর ৩০ মে থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে।
এক বছর আগে পাকিস্তান এই ইংল্যান্ডেই ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এ বছর পাকিস্তান লর্ডস টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে।
পাকিস্তানের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন ইউনিস। তিনি বলেছেনে, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে বেশ ভালোভাবে সড়গড় হয়ে উঠেছে সরফরাজ আহমেদের দল।
আইসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ওয়াকার বলেছেন, পাকিস্তান গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাই ইংল্যান্ডের পরিবেশে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে ধারনা রয়েছে পাকিস্তান দলের। কিছুদিন আগেই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও জিতেছে পাকিস্তান।
এই প্রসঙ্গ উল্লেখ করে ইউনিস বলেছেন, পাকিস্তানেরই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ইউনিস বলেছেন, পাকিস্তানের প্রচুর লোক ইংল্যান্ডে থাকেন। তাই দলের ওপর চাপও বেশ থাকবে।
১৯৯২-এ পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। ১৯৯৯-এ ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement