এক্সপ্লোর
Advertisement
বিদায়ী ম্যাচের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এমন কোনও ম্যাচ তিনি চাননি, বললেন যুবরাজ
২০১৭-র জুনে নীল জার্সিতে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন ৩৭ বছরের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। এদিন দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি।
মুম্বই: তাঁকে বিদায়ী ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে গিয়ে এ কথা জানিয়েছেন যুবরাজ সিংহ। তিনি বলেছেন, ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হলে তাঁকে বিদায়ী ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছিল বোর্ড। কিন্তু ফিটনেস সংক্রান্ত সেই পরীক্ষায় তিনি উতরে যান। তাই বিদায়ী ম্যাচ খেলা হয়নি তাঁর।
২০১৭-র জুনে নীল জার্সিতে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন ৩৭ বছরের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। এদিন দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে আবেগবিহ্বল যুবরাজ বলেছেন, আমাকে বলা হয়েছিল, তুমি ইয়ো ইয়ো টেস্টে পাস না করতে পারলে রিটায়ারমেন্ট ম্যাচ খেলতে পারো।
যুবরাজের সমসাময়িক বীরেন্দ্র সহবাগ বিদায়ী ম্যাচ খেলতে না পারার যন্ত্রণার কথা গোপন করেননি। কিন্তু যুবরাজ সাফ জানিয়েছেন, এমন ম্যাচ তিনি আদৌ চাননি। ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মতো মহান ক্রিকেটারও বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাননি।
এ ব্যাপারে যুবি বলেছেন, বোর্ডে কাউকে আমি বলিনি যে, আমি শেষ ম্যাচ খেলতে চাই। যদি আমি ভালো পারফর্ম করতাম, তাহলে আমি মাঠ থেকেই অবসর নিতাম। আমার একটা ম্যাচ চাই, এমন ক্রিকেট খেলাটা আমি একেবারেই পছন্দ করি না। তখন আমি বলেছিলাম যে, আমার রিটায়ারমেন্ট ম্যাচ চাই না। ইয়ো ইয়ো টেস্ট পাস করতে না পালবে চুপচাপ বাড়ি চলে যাব...ইয়ো ইয়ো টেস্ট পাস করলাম, বাকিটা আমার হাতে ছিল না।
ওই ফিটনেস পরীক্ষা সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে কিছুটা রেখেঢেকে কথা বলেছেন যুবরাজ। তিনি বলেছেন, এই বিষয়টি আলোচনার অনেক সময় আমরা পাব। আমার অনেক কিছু বলার আছে। এখন কিছু বলছি না। কারণ, ভারত বিশ্বকাপ খেলছে। খেলোয়াড়দের নিয়ে কোনও বিতর্ক আমি চাই না।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নয়, আইপিএল থেকেও অবসর নিয়েছেন যুবরাজ। তিনি বলেছেন, গত বছর থেকেই আইপিএলে না খেলার ভাবনাচিন্তা তাঁর মাথায় এসেছিল। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। তিনিই মনেই করে রেখেছিলেন যে, এটাই তাঁর শেষ আইপিএল।
যুবরাজ জানিয়েছেন, এখন থেকে তিনি ভারতের বাইরে টি ২০ লিগ খেলবেন।
পাঁচবার আইপিএলে খেলেছেন যুবরাজ। কিংস ইলেভেন পঞ্জাব ও পুনে ওয়ারিয়র্সের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। এবার মুম্বইয়ের হয়ে চারটি ম্যাচ খেলে ২৪.৫০ গড়ে একটি হাফসেঞ্চুরি সহ ৯৮ রান করেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় দলে প্রথম নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন যুবরাজ। সেই সৌরভ ও মহেন্দ্র সিংহ ধোনিকে নিজের ফেভারিট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন যুবি। তাঁর কেরিয়ারে অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ও শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলীধরনের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে কঠিন ছিল বলে জানিয়েছেন যুবরাজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement