এক্সপ্লোর
Advertisement
দেখুন, কুস্তির আখড়ায় পুরুষদের কুপোকাত করছেন এক তরুণী
নয়াদিল্লি: সাধারণ ধারণা হল, শারীরিক শক্তিতে মেয়েদের তুলনায় ছেলেরা অনেকটা এগিয়ে। কিন্তু এই ধারণা বদলে দিচ্ছেন দেহরাদুনের তরুণী নেহা তোমর। ১৮ বছর বয়সি এই কুস্তিগীর হেলায় একের পর এক পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিচ্ছেন। ভারতীয় কুস্তির নতুন তারকা হয়ে উঠতে চলেছেন নেহা।
কুস্তি শক্তি-নির্ভর খেলা। এই খেলায় পুরুষ ও মহিলারা আলাদা লড়াই করেন। কিন্তু স্থানীয় স্তরের প্রতিযোগিতায় এই নিয়ম সবসময় মানা হয় না। উত্তরপ্রদেশের বরেলিতে অনুষ্ঠিত হওয়া এমনই একটি প্রতিযোগিতায় দু জন পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন নেহা।
রামলীলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল কুস্তি প্রতিযোগিতা। সেখানে পুরুষ ও মহিলাদের আলাদা লড়াই করার ব্যবস্থা ছিল। কিন্তু সবাইকে হতবাক করে পুরুষদের চ্যালেঞ্জ জানান নেহা। প্রথমে কেউই এই তরুণীর সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে আসতে রাজি ছিলেন না। তবে নেহার জেদ দেখে নবাব নামে লখনউয়ের এক কুস্তিগীর লড়াই শুরু করেন। তাঁকে সহজেই হারিয়ে দেন নেহা। এরপর হারুন নামে অপর এক কুস্তিগীরও তাঁর সঙ্গে লড়তে গিয়ে হেরে যান।
এই প্রথম নয়, অতীতেও পুরুষদের হারিয়ে দিয়েছেন নেহা। ২০১৪ সালে উত্তরাখণ্ডের রুদ্রপুরের সোনুকে হারিয়ে প্রথমবার সবার নজর কেড়ে নেন নেহা। কুস্তির আখড়ায় তাঁর জয়যাত্রা অব্যাহত।
দেখুন নেহার লড়াই
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement