এক্সপ্লোর
দেখুন: দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে কান্নায় ভেঙে পড়লেন সানরাইজার্স কোচ টম মুডি
গতকাল বুধবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দলের এই হারের পর কান্নায় ভেঙে পড়লেন সানরাইজার্স কোচ টম মুডি।
বিশাখাপত্তনম: গতকাল বুধবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ। দলের এই হারের পর কান্নায় ভেঙে পড়লেন সানরাইজার্স কোচ টম মুডি।
দিল্লির আঁটোসাঁটো বোলিংয়ের সামনে খুব বেশি রান তুলতে পারেনি সানরাইজার্স। কিমো পল ও ইশান্ত শর্মা যথাক্রমে তিন ও দুই উইকেট নেন। অন্যদিকে, রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করে দিল্লি। পরে ঋষভ পন্ত দিল্লিকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান। নাটকীয় শেষ ওভারে বাউন্ডারি মেরে জয় এনে দেন পল। ২ উইকেটে সানরাইজার্সকে হারিয়ে কোয়ালিফায়ার ২ তে পৌঁছে যায় দিল্লি।
আর এরপরই আবেগবিহ্বল হয়ে পড়েন সানরাইজার্সের কোচ টম মুডি। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন।
ম্যাচের পর সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, দিল্লির বিরুদ্ধে তাঁরা যে স্কোর করেছিলেন, তা মোটামুটি লড়াইয়ের মতো ছিল। কিন্তু বোলার ও ফিল্ডাররা সঠিকভাবে কাজটা শেষ করতে পারেনি।Tom Moody. 💔😔 pic.twitter.com/FACKulM7KB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement