David Warner: খোয়া গিয়েছে প্রিয় ব্যাগি গ্রিন টুপি, শেষ টেস্ট খেলতে নামার আগে কাতর আবেদন ওয়ার্নারের
Pakistan vs Australia: পারথে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। আগামীকাল কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন।
সিডনি: ঘরের মাঠে আর কিছক্ষণ পরেই নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। তবে তার আগে নিজের প্রিয় জিনিস হারিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বলা ভাল চুরি গেল ওয়ার্নারের প্রিয় ব্য়াগি গ্রিন টুপি। এই টুপি মাথায় চাপিয়েই গত ১৩ বছর ধরে টেস্টে খেলতে নামছেন বাঁহাতি অজি তারকা। তবে জীবনের শেষ টেস্টে নামার আগে সেই প্রিয় টুপিটাই তাঁর খোয়া যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ওয়ার্নার। এবার তাই নিজের ইনস্টাগ্রামে সেই টুপি যাতে ফেরত পাওয়া যায় তার জন্য আবেদন জানিয়েছেন অজি তারকা।
নিজের ইনস্টাগ্রামে এসে ভিডিও বার্তায় ওয়ার্নার জানিয়েছেন, ''পুরো ঘটনা মেলবোর্ন থেকে সিডনির পথে ঘটেছে। বিমানবন্দর থেকে কেউ আমার ব্যাগ প্যাক থেকে ব্যাগি গ্রিন ক্যাপ বের করে নিয়েছিল । সেই সময় আমার মেয়েরাও উপস্থিত ছিল। এই ব্যাগি গ্রিন ক্যাপ আমার কাছে কতটা আবেগের, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। সেই খোয়া যাওয়া ব্যাগি গ্রিন হাতে ফিরে পেতে মরিয়া হয়ে আছি।''
View this post on Instagram
উল্লেখ্য, গতকালই ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন ওয়ার্নার। সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) ওয়ার্নার বলেছেন, 'আমি ওয়ান ডে ক্রিকেট থেকেও অবশ্যই অবসর নিচ্ছি। বিশ্বকাপের সময়ও সেটা বলেছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয় একটা বিরাট প্রাপ্তি। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজ। আমি সেই সব ফর্ম্যাট থেকেই বিদায় নিতে চাই যে ফর্ম্যাটে খেললে বিশ্বের অন্যান্য লিগে খেলা হবে না। ওয়ান ডে দলেরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। জানি চ্যাম্পিয়ন্স ট্রফি এগিয়ে আসছে। আমি যদি আগামী দু'বছর পর্যাপ্ত ক্রিকেট খেলি এবং ম্যাচের মধ্যেই থাকি, আর যদি অস্ট্রেলিয়ার কাউকে দরকার হয়, তাহলে আমি আছি।'
যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচমকা প্রত্যাবর্তন না ঘটান, তাহলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলা ফাইনালই ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের শেষ ম্য়াচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সব মিলিয়ে ১৬১ ওয়ান ডে ম্যাচে ৬৯৩২ রান করেছেন ওয়ার্নার। ৪৫.৩০ ব্যাটিং গড় রেখে। বরাবরই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ওয়ার্নার। যার প্রতিফলন তাঁর পরিসংখ্যানেও। ৯৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন ওয়ার্নার। অর্থাৎ প্রত্যেক ১০০ বলে ৯৭ রানেরও বেশি। যা ওয়ান ডে ক্রিকেটে বেশ আকর্ষণীয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ওয়ান ডে ক্রিকেটে ২২টি সেঞ্চুরি রয়েছে তাঁর। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়ার্নার। সেঞ্চুরির সংখ্যায় তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়। শীর্ষে রিকি পন্টিং। ২৯ সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের। তবে তাঁর চেয়ে ২০৫টি কম ইনিংস খেলেছেন ওয়ার্নার।