এক্সপ্লোর
দেখুন: চোখের পলকে বেল ফেলে দিলেন ধোনি, শিকার অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো
গতকাল বুধবার এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচে ফের তাঁর গ্লাভসে দেখা গেল চেনা ছন্দ। বিদ্যুত্গতিতে স্ট্যাম্পিং করলেন অ্যান্ডিলে ফেহলুকওয়ায়োকে।

সাউদাম্পটন: সম্ভবত এবারই তাঁর কেরিয়ারের শেষ একদিনের বিশ্বকাপ খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু মাঠে তাঁর পারফরম্যান্স প্রমাণ করছে যে, চাইলে দেশের হয়ে আরও কয়েকটা বছর স্বচ্ছন্দে খেলে দিতে পারেন তিনি। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি দেখিয়ে দিয়েছিল, এখনও ভারতের প্রাক্তন অধিনায়কের মধ্যে অনেক খেলা বাকি। গতকাল বুধবার এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচে ফের তাঁর গ্লাভসে দেখা গেল চেনা ছন্দ। বিদ্যুত্গতিতে স্ট্যাম্পিং করলেন অ্যান্ডিলে ফেহলুকওয়ায়োকে। আর এই ঘটনা ফের দেখিয়ে দিল উইকেটকিপিংয়ে ধোনির জুড়ি মেলা ভার। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪০ তম ওভারে চাহলের লেগ স্পিনে বড় শট খেলার চেষ্টা করেন ফেহলুকওয়ায়ো। কিন্তু বলের পিচে পৌঁছতে পারেননি তিনি। বল চলে যায় ধোনির গ্লাভসে। বল ধরেই স্ট্যাম্প ভেঙে দেন তিনি।
— Maqbool (@im_maqbool) June 5, 2019এটি ছিল ওই ম্যাচে চাহলের চতুর্থ উইকেট। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















