এক্সপ্লোর
Advertisement
দেখুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিল্ডারের ভূমিকায় ধোনি
প্রখর ক্রিকেট মস্তিষ্কর জন্য ভারতীয় দলের আর্দশ নেতা হয়ে উঠেছেন তিনি। ধোনি সম্ভবত এবারই তাঁর শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। আর তাই একদিনের ক্রিকেটের এই মেগা ইভেন্টকে স্মরণীয় করে রাখতে চান তিনি।
লন্ডন: আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারতীয় দলে, বিশেষ করে স্ট্যাম্পের পিছনে, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিতি একটা ভিন্ন মাত্রা যোগ করে। প্রখর ক্রিকেট মস্তিষ্কর জন্য ভারতীয় দলের আর্দশ নেতা হয়ে উঠেছেন তিনি। ধোনি সম্ভবত এবারই তাঁর শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। আর তাই একদিনের ক্রিকেটের এই মেগা ইভেন্টকে নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চান তিনি।
গত শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্ব দীনেশ কার্তিকের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি।একজন নিয়মিত ফিল্ডারের মতো ডিপ ফাইন লেগে ছোটাছুটি করতে দেখা গেল তাঁকে। ভারত যখন বোলিং করছিল, তখন শুরুতে মাঠে দেখা যায়নি ধোনিকে। পরে সিদ্ধান্ত বদল করে নিয়মিত ফিল্ডার হিসেবে মাঠে নামেন।
ওভালে ধোনিকে ফিল্ডারের ভূমিকায় দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভারতীয় দলের সমর্থকরা। গ্যালারি জুড়ে 'ধোনি, ধোনি' রব ওঠে।
MSD fielding at the boundary line. ❤️ And..... The Dhoni Dhoni Chants Begins. ???? pic.twitter.com/NnZj6I2ivs
— DHONIsm™ ❤️ (@DHONIism) May 25, 2019
ওভালের এই প্রস্তুতি ম্যাচটা ভারতের পক্ষে ভালো হয়নি। নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট ৩৩ রানে ৪ উইকেট দখল করেন এবং ভারত ১৭৯ রানে অল আউট হয়ে যায়। ম্যাচের পর অধিনায়ক কোহলি স্বীকার করে নিয়েছেন যে, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। তিনি বলেছেন, এটা একটা খুব ভালো চ্যালেঞ্জ ছিল। ৫০ রানে চার উইকেট হারানোর পর ১৮০-তে পৌঁছনোটা ভালো প্রচেষ্টা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement