এক্সপ্লোর
দেখুন: ডব্লুডব্লুই কুস্তিগীর জন সেনার সঙ্গে তুলনার কথা শুনে হেসে খুন বেহরনডোর্ফ

গুয়াহাটি: চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্যাসন বেহরনডোর্ফের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের টপ অর্ডার। মূলত তাঁর আগুনে বোলিংয়ে ভর করেই সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি, মণীষ পান্ডে ও শিখর ধবনকে তুলে নিয়ে অসি পেসার যে ধাক্কা দিয়েছিলেন, তা আর সামলাতে পারেনি ভারত। কেরিয়ারের দ্বিতীয় টি ২০ ম্যাচে তাঁর বোলিং ফিগার ২১ রানে চার উইকেট। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে খোলামেলা মেজাজে পাওয়া গেল ২৭ বছরের এই অসি পেসারকে। এক সাংবাদিক যখন তাঁর সঙ্গে জনপ্রিয় ডব্লুডব্লুই কুস্তিগীর জন সেনার সঙ্গে তুলনার কথা বললেন তখন হাসিতে ফেটে পড়লেন বেহরনডোর্ফ।
Fair to say @JDorff5 didn't expect this question after his four-wicket haul against India! pic.twitter.com/cwTbkx0Kfj
— cricket.com.au (@CricketAus) October 10, 2017
এক সাংবাদিক প্রশ্ন করেন, কিছু অনুরাগী আপনার সঙ্গে জন সেনার মিল খুঁজে পেয়েছেন। আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন? এই প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন বেহরনডোর্ফ। পরে বলেন, এই তুলনার কথা তাঁর কানে আসেনি। তিনি জন সেনা তাঁর থেকে তো অনেক বড় চেহারার। কিন্তু কথাটা মাথায় থাকবে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















