এক্সপ্লোর
জো রুটের আউট ঘিরে বিতর্ক

রাজকোট: রাজকোটে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলা জো রুটের আউট নিয়ে বিতর্ক তুঙ্গে। আম্পায়ারের এই সিদ্ধান্তে রুট ও ইংল্যান্ড শিবির ক্ষুব্ধ। ভারত-ইংল্যান্ড সিরিজ মানেই কোনও না কোনও বিতর্ক হয়। এবারও শুরুটা হল বিতর্ক দিয়েই।রাজকোটে প্রথম দিন মঈন আলির সঙ্গে জুটি বেঁধে ১৭৯ রান যোগ করেন রুট। এরপর ভারতের পেসার উমেশ যাদবের বলে কট অ্যান্ড বোল্ড হন রুট। এই আউট নিয়েই বিতর্ক। উমেশের বলে স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে তাঁর হাতেই সহজ ক্যাচ দেন রুট। উমেশ ক্যাচ ধরেন বটে, কিন্তু বলটি হাতে জমাতে পারেননি। আকাশে ছুঁড়ে দেওয়ার পর বলটি মাটিতে পড়ে যায়। রুট ক্রিজ ছাড়তে অস্বীকার করেন। দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস গ্যাফানি তৃতীয় আম্পায়ার রড টাকারের দ্বারস্থ হন। টাকার আউটের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। অনেকেই মনে করছেন, রুটকে আউট দিয়ে ঠিক করেননি তৃতীয় আম্পায়ার। দেখুন সেই বিতর্কিত আউট
Watch #JoeRoot's controversial dismissal #IndVsEng pic.twitter.com/5H2nF6hyNP
— Aatif Syed (@aatifsyedrke) November 9, 2016
এই প্রসঙ্গে ১৯৯৯ সালের বিশ্বকাপের স্মৃতি ফিরে আসছে। সেবার সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ধরেও বলটি হাতে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস। সেবার কিন্তু স্টিভকে আউট দেওয়া হয়নি। তিনি অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন। এবার একই পরিস্থিতিতে রুটকে আউট দেওয়া হল। আরও পড়ুন রুটের শতরান, দাপট মঈনেরও, রাজকোটে বড় ইনিংসের পথে ইংল্যান্ড খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















