এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, লকডাউনে বাড়িতে বিছানার উপর টেবল টেনিস খেলছেন হার্দিক-ক্রুণাল
অন্যবার এই সময় আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ব্যস্ত থাকেন পাণ্ড্য ভাইরা।

ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: লকডাউনে সবাই বাড়িতে বন্দি। সময় কাটানো সমস্যার হয়ে যাচ্ছে। কেউ বই পড়ছেন, কেউ গান শুনছেন, আবার কেউ খেলছেন। এভাবেই সময় কাটাচ্ছেন নানাজন। ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য লকডাউনে সময় কাটানোর অভিনব উপায় বের করেছেন। তাঁরা বাড়িতে বিছানার উপর টেবল টেনিস খেলছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেছেন ক্রুণাল।
#PandyaBros in action in a different sport ???? @hardikpandya7 and I are always competitive with each other ???? Who do you think won this round? pic.twitter.com/4jjlatV15P
— Krunal Pandya (@krunalpandya24) April 23, 2020
অন্যবার এই সময় আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ব্যস্ত থাকেন পাণ্ড্য ভাইরা। কিন্তু এবার তাঁরা মাঠ থেকে অনেক দূরে। লকডাউনের জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। এবার এই টি-২০ প্রতিযোগিতা হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। ভারতীয় ক্রিকেট দল আবার কবে খেলবে, সেটাও এখনই বলা যাচ্ছে না। ফলে মাঠের বাইরেই সময় কাটাতে হচ্ছে হার্দিক ও ক্রুণালকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















