এক্সপ্লোর
Advertisement
দেখুন: কে এল রাহুলের এই স্পোর্টসম্যান স্পিরিট প্রশংসা আদায় করে নিল আম্পায়ারেরও, বললেন, 'অসাধারণ'
নয়াদিল্লি: সিডনি টেস্টে দলে আরও একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ফের ব্যর্থ হয়েছেন তিনি। এতে হতাশ তাঁর অনুরাগীরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের তৃতীয় দিনে তাঁর স্পোর্টসম্যান স্পিরিট সবার মন জয় করে নিল। এমন অনেক ঘটনা ঘটে, ফিল্ডাররা ক্যাচ হয়েছে দাবি করলেও তা তৃতীয় আম্পায়ার নাকচ করে দেন। কিন্তু এক্ষেত্রে রাহুল যে সততা দেখালেন, তা আধুনিক ক্রিকেটে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৫ তম ওভারে রবীন্দ্র জাডেদার একটি ফ্লাইটেড ডেলিভারিতে ওপেনার মার্কাস হ্যারিস এগিয়ে এসে মিড-অনের দিকে শট খেলেন। বল মাটির ওপরে ছিল। রাহুল ক্যাচ ধরার দুরন্ত চেষ্টা করেন। শরীর পুরো ছুঁড়ে দিয়ে ক্যাচটি তালুবন্দী করার চেষ্টা করেন। কিন্তু হাত পৌঁছনোর আগেই বল মাটি স্পর্শ করে। আম্পায়ারদের কাছে বিষয়টি স্পষ্ট ছিল না, সেটি ক্যাচ ছিল কিনা। কিন্তু তাঁরা টিভি আম্পায়ারের দ্বারস্থ হওয়ার আগেই রাহুল জানিয়ে দেন, ক্যাচটা হয়নি। হাতে আসার আগেই তা মাটি ছুঁয়েছে।
রাহুলের এই সসতা অন-ফিল্ড আম্পায়ার ইয়ান গৌল্ডের প্রশংসা আদায় করে নেয়। তাঁকে করতালি দিতে দেখা যায় এবং রাহুলের প্রশংসা করতেও শোনা যায়। তিনি বলেন, অসাধারণ।
A good effort from Rahul and he immediately says it bounced. Great stuff. Umpire Gould a big fan of it #CloseMatters#AUSvIND | @GilletteAU pic.twitter.com/7nA0H5Lsc7
— cricket.com.au (@cricketcomau) January 4, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement