এক্সপ্লোর
Advertisement
টেনিস ম্যাচে সচিনের মতো শট ফেডেরারের, র্যাঙ্কিংয়ে ‘এক নম্বরে’ রাখল আইসিসি
নয়াদিল্লি: উইম্বলন্ডনের একটি ম্যাচে ক্রিকেটের ধাঁচে একটা শট খেলে সাড়া ফেলে দিয়েছেন টেনিস তারকা রজার ফেডেরার। আদ্রিয়ান মান্নারিও-র বিরুদ্ধে খেলার সময় ক্রিকেটের অনুকরণে শট খেলেন তিনি।
মান্নারিও-র একটি ব্যাকহ্যান্ড ফল্ট রিটার্নে স্বতঃস্ফুর্তভাবে তাঁর ক্রিকেটীয় দক্ষতা তুলে ধরেন। টেনিস র্যাকেট দিয়ে ক্রিকেটীয় শট খেললেন। মনে হবে যেন তিনি ফরোয়ার্ড ডিফেন্স করছেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। নজরে পড়ে কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরেরও। ২০ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী কিংবদন্তী টেনিস তারকাকে সচিন ট্যুইটারে টুর্নামেন্ট নবমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেট ও টেনিসের জ্ঞান বিনিময়ের প্রস্তাব দেন।Ratings for @rogerfederer's forward defence, @ICC?#Wimbledon pic.twitter.com/VVAt2wHPa4
— Wimbledon (@Wimbledon) July 9, 2018
জবাব দিতে দেরি করেননি ফেড-এক্সও। মাস্টার-ব্লাস্টারের প্রস্তাব নিয়ে তাঁর ট্যুইট-এ জন্য তিনি প্রস্তুত।As always, great hand-eye co-ordination. @rogerfederer, let’s exchange notes on cricket and tennis after you win your 9th @Wimbledon title 😜👍 https://t.co/2TNUHGn1zK
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2018
এই মজাদার ভিডিও নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আলোচনায় যোগ দেয় উইম্বলন্ডনও। আইসিসি-কে ট্যাগ করে তারা ট্যুইট করে জানতে চায়, ফেডেরারের এই ফরোয়ার্ড ডিফেন্সের রেটিং কত? মজার ছলে আইসিসি তাদের র্যাঙ্কিং তালিকার ছবি পোস্ট করে জানায়, এক নম্বর।why wait? I'm ready to take notes! @sachin_rt https://t.co/UjH5m1wuNT
— Roger Federer (@rogerfederer) July 10, 2018
মান্নারিওকে হারিয়ে ইতিমধ্যেই উইম্বলন্ডনে পুরুষদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ফেডেরার। আজ দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনের বিরুদ্ধে খেলবেন তিনি। এখন দেখার সচিনের চাহিদা মতো ফেডেরার আরও একবার উইম্বলন্ডন চ্যাম্পিয়ন হতে পারেন কিনা।*sigh* ok... 👇 pic.twitter.com/KXnhaznxL8
— ICC (@ICC) July 9, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement