এক্সপ্লোর
Advertisement
দেখুন: প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে মন্থর সেঞ্চুরির পর অদ্ভূতভাবে আউট স্টিভ স্মিথ
মাত্র কয়েকদিন আগেই টি ২০ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন স্টিভ স্মিথ। এবার সেই স্মিথই প্রথম শ্রেণীর ক্রিকেটে মঙ্গলবার মার্শ শেফিল্ড শিল্ডে তাঁর কেরিয়ারের সবচেয়ে মন্থর সেঞ্চুরি করলেন।
নয়াদিল্লি: মাত্র কয়েকদিন আগেই টি ২০ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন স্টিভ স্মিথ। এবার সেই স্মিথই প্রথম শ্রেণীর ক্রিকেটে মঙ্গলবার মার্শ শেফিল্ড শিল্ডে তাঁর কেরিয়ারের সবচেয়ে মন্থর সেঞ্চুরি করলেন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারের ৪২ তম শতরান সম্পূর্ণ করতে খেললেন ২৯০ বল।
ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে আউট হলেন তিনি। কিছুটা অদ্ভূতভাবে। আম্পারিংয়ের ভুলে।
এনএসডব্লু তাদের ইনিংস ৮ উইকেটে ৪৪৪ রানে ডিক্লেয়ার করার পর স্মিথ বলেছেন, টি ২০ খেলার পর এটা লাল বলের ক্রিকেট ফিরে আসা এবং সঠিকভাবে খেলার পথটা খুঁজে বের করা। স্মিথ বলেছেন, উইকেট বেশ মন্থর ছিল। ইনিংসের বেশিরভাগ সময়ই স্লিপ ছিল না। বৃত্তাকারে ফিল্ডিং ছিল। সারফেসও মন্থর ছিল। স্কোয়ারেও শট খেলা সহজ ছিল না। এই পরিস্থিতিতে ধৈর্য্য ধর বল অনুসারে খেলেছেন তিনি। বিপক্ষের বোলিংটাও বেশ ভালো ছিল এবং সহজে রান করার সুযোগ পাওয়া যায়নি। অস্ট্রেলিয়া এবার পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে।২১ নভেম্বর গাব্বায় প্রথম টেস্ট শুরু হচ্ছে।NEVER tell Steve Smith he has to stop batting! A bizarre dismissal brings the right-hander's 42nd first-class century to an end #SheffieldShield pic.twitter.com/KNEDpjtiFp
— cricket.com.au (@cricketcomau) November 12, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement