এক্সপ্লোর
ভিডিওতে দেখুন মহেন্দ্র সিংহ ধোনিকে রান আউট করে যুবরাজ সিংহের উচ্ছ্বাস

নয়াদিল্লি: এক ওভারে জয়ের জন্য দরকার ১৫ রান। ক্রিজে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি। এই পরিস্থিতিতে বিপক্ষ দল চাপে থাকবেই। সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার আশিস নেহরাও চাপে ছিলেন। ওভারের চতুর্থ বলে বিশাল ছক্কা মেরে দিলেন ধোনি। শেষ দু বলে জয়ের জন্য তখন রাইজিং পুণে সুপারজায়ান্টসের দরকার মাত্র ছয় রান। পঞ্চম বলে বাউন্সার দিলেন নেহরা। ধোনির ব্যাটের কানায় লেগে উঁচু হয়ে বল গেল শর্ট থার্ডম্যানের দিকে। সেখানে ফিল্ডিং করা বারিন্দর স্রান বলটি ফেরত পাঠালেন। কিন্তু ধোনি ততক্ষণে দ্বিতীয় রান নিতে ছুটেছেন। স্রানের থ্রো ভাল হয়নি। যদিও অভিজ্ঞ যুবরাজ সিংহ দারুণ তৎপরতায় ধোনিকে রান আউট করে দিলেন। এরপরের ঘটনা আরও আকর্ষণীয়। ধোনিকে আউট করে ম্যাচ পকেটে পুরে নেওয়ার আনন্দে যুবরাজ ছুটতে শুরু করলেন। এই উচ্ছ্বাসে তাঁর সঙ্গী হলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দেখুন সেই উল্লাসের ভিডিও।
Wow! My tweet On CT ???? Watch Vintage Yuvraj Singh Celebration - https://t.co/lC66iqyJEH pic.twitter.com/tNn4Lfarxn
— Y U V R A J ! (@IamSohal_Yuvian) May 11, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















