এক্সপ্লোর
দেখুন:ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোফি কিংস্টনের
ডব্লুডব্লুই সুপারস্টার তথা চ্যাম্পিয়ন কোফি কিংস্টন বিশ্বকাপের জন্য অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন। ইতিমধ্যেই বেশ কয়েকট প্রোমোশনাল সফরে ভারতে এসেছেন কিংস্টন।

লন্ডন: ডব্লুডব্লুই সুপারস্টার তথা চ্যাম্পিয়ন কোফি কিংস্টন বিশ্বকাপের জন্য অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন। ইতিমধ্যেই বেশ কয়েকট প্রোমোশনাল সফরে ভারতে এসেছেন কিংস্টন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে সমগ্র ভারতীয় দলের প্রতি ইতিবাচক বার্তা পাঠালেন তিনি। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ভারতীয় দলের জন্য শুভকামনা জানালেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। রান তাড়া করতে নেমে রোহিত শর্মার দুরন্ত শতরানের দৌলতে ছয় উইকেট হাতে নিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর আগে জসপ্রিত বুমরাহ ও যজুবেন্দ্র চাহলদের দাপটে ২২৭ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।YOU CAN DO IT! #WWEChampion @TrueKofi wishes @imVkohli, @msdhoni and the entire #TeamIndia all the luck and positivity! @ICC #INDvSA pic.twitter.com/ASGVgGYsqF
— WWE (@WWEIndia) June 5, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















