এক্সপ্লোর
Advertisement
ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আলোচনা হয়েছিল, বললেন সন্দীপ পাতিল
নয়াদিল্লি: ক্রমাগত ব্যর্থতার জেরে মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা করেছিলেন নির্বাচকরা। কিন্তু তাঁদের হতবাক করে ধোনি নিজেই টেস্ট থেকে অবসর নেন। বুধবার এমনই জানালেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল। তিনি আরও জানালেন, গৌতম গম্ভীর ও যুবরাজ সিংহের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার ক্ষেত্রে ধোনির কোনও ভূমিকা ছিল না।
পাতিল এদিন বলেছেন, ‘ধোনিকে সরানো নিয়ে আমরা কয়েকবার সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। অন্য কাউকে অধিনায়ক করে আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছিল, ২০১৫ বিশ্বকাপের আগে নতুন কাউকে অধিনায়ক করা উচিত নয়। নতুন অধিনায়ককে দল গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত।’
পাতিল মনে করেন, ভারতীয় দলের কঠিন সময়ে ধোনির অবসর তাঁদের কাছে বড় ধাক্কা ছিল। তবে ধোনির ব্যক্তিগত সিদ্ধান্তে তাঁর কিছু বলার নেই। ধোনি কোনওদিন কোনও খেলোয়াড়ের বিরোধিতা করেননি বলেও দাবি পাতিলের। তাঁর বক্তব্য, যুবরাজ ও গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদেরই ছিল।
পাতিলের দাবি, ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ঠিক সময়েই অধিনায়ক হয়েছেন। তিনি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য। নতুন নির্বাচক কমিটি সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। অধিনায়ক হিসেবে কোহলি ও ধোনির মধ্যে কোনও তুলনা হয় না বলেই মন্তব্য করেছেন পাতিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement