এক্সপ্লোর
Advertisement
বর্ণবিদ্বেষী মন্তব্য: সরফরাজকে ক্ষমা করেছে দল, তবে বিষয়টি ধামাচাপা দেওয়া উচিত নয়, বললেন ডুপ্লেসিস
ডারবান: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকওয়াকে বর্ণবিদ্বেষমূলক টিপ্পনি করায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে ওই মন্তব্য করেছিলেন সরফরাজ, যা স্ট্যাম্প মাইকে ধরা পড়েছে। ক্রিকেট মহল তীব্র নিন্দা করেছে ওই মন্তব্যের। এরইমধ্যে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বললেন, দলের পক্ষ থেকে তাঁরা ক্ষমা করে দিয়েছেন সরফরাজকে। সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ডুপ্লেসিস বলেছেন, সফরাজ ক্ষমা চেয়েছে। তাই আমরা ওকে ক্ষমা করেছি।
ডুপ্লেসিস আরও বলেছেন, দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষী মন্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হয়। আমি নিশ্চিত ও ওভাবে কথাটা বলেনি। কিন্তু ওই মন্তব্যের জন্য দায়স্বীকার করেছে। এমন নয় যে, দল বিষয়টি হাল্কাভাবে নিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গেই ও ক্ষমা চেয়েছে। তার মানে নিজের দিক থেকে ও অনুতপ্ত।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন যে, ক্ষমা করে দেওয়া মানে বিষয়টি ধামাচাপা দেওয়া উচিত নয়।
সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭ তম ওভারে ঘটনাটি ঘটে। শাহিন আফ্রিদির বলে অল্পের জন্য আউট হতে হতেও বেঁচে চান ফেহলুকওয়া। ওই সময় জুটি ভাঙা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ফেহলুকওয়া আউট না হওয়ায় সরফরাজ বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসেন। স্ট্যাম্প মাইকে তা ধরা পড়ে। ধারাভাষ্যকার প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা সহ ধারাভাষ্যকারের কাছে সরফরাজের মন্তব্য অনুবাদ করতে কুন্ঠিত বোধ করেন।
পরের দিন ট্যুইটার মারফত ক্ষমা প্রার্থনা করেন সরফরাজ।
Pakistan skipper Sarfraz Ahmed makes racial comments on Andile Phehlukwayo, abuses his mother #SAvPAK pic.twitter.com/WHjvDzDHSx
— Baahubali (@bahubalikabadla) January 23, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement