এক্সপ্লোর
Advertisement
তোমাদের হাতে কাপ দেখতে চাই, ফাইনালের আগে অনূর্ধ্ব-১৯ দলকে বার্তা বিরাট কোহলির
ডারবান: শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তার আগে দক্ষিণ আফ্রিকা থেকে পৃথ্বী শ, শুভমান গিলদের শুভেচ্ছাবার্তা পাঠালেন ভারতের সিনিয়র দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘মন থেকে চাই তোমরা বিশ্বকাপ জেতো। তোমাদের হাতে আবার কাপ দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই প্রতিভা আছে। ওরা সেটা আরও বেশি বিশ্বাস করে। সেটা সবচেয়ে জরুরি।’
অধিনায়ক হিসেবে নিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। স্বভাবতই এই প্রতিযোগিতা সম্পর্কে বিশেষ আবেগ রয়েছে বিরাটের। তিনি বর্তমান যুব ভারতীয় দল সম্পর্কে বলেছেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলাম। ওদের কথা শুনে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। সেটা দেখে খুব ভাল লেগেছিল। আমাদের দলের তুলনায় বর্তমান যুব দলের আত্মবিশ্বাস অনেক বেশি। এটা খুব ভাল লক্ষণ। আমরা কিছু বলার অনেক আগে থাকতেই অনেকে নিজেদের হয়ে কথা বলছে। ওরা দারুণ খেলছে।’
সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের বিষয়ে বিরাট বলেছেন, ‘সেমিফাইনালে ভারতীয় দল দারুণ খেলেছে। এই ধরনের চাপের ম্যাচে ওরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। এটাই আমরা দেখতে চাই। যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই ভাল পারফরম্যান্স দেখতে চান সবাই। ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। খেলার দিকে আমাদের নজর থাকবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement