Jeremy Solozano Injured: অভিষেকেই মাথায় বলের আঘাত, মাঠ থেকেই হাসপাতালে ক্যারিবিয়ান ক্রিকেটার
Jeremy Solozano Injured: সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময়ে মাথায় বলের আঘাত পান ২৬ বছরের এই তরুণ ক্রিকেটার। সেখান থেকেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপর তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গল: অভিষেকের ম্যাচ যে এতটা খারাপ হবে, তা বোধহয় জানতেন না ক্যারিবিয়ান ক্রিকেটার জেরেমি সোলোজানো। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময়ে মাথায় বলের আঘাত পান ২৬ বছরের এই তরুণ ক্রিকেটার। সেখান থেকেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপর তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লঙ্কা ব্যাটার দিমুথ করুনারত্নের এক শট মাথায় এসে লাগে সোলোজানোর। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ২৪ তম ওভারে এই দুর্ঘটনা ঘটে। রোস্টন চেজের এক শর্ট ডেলিভারিতে শট নেন লঙ্কান অধিনায়ক। তার এই জোরালো পুল শট সরাসরি এসে লাগে লাগে শর্ট লেগে ফিল্ডিংয়ে থাকা সোলোজানোর মাথায়। হেলমেট পরে থাকলেও মাথায় এতটাই আঘাত করে সেই বল, যার জন্য মাটিতে তৎক্ষনাৎ লুটিয়ে পড়েন সোলােজানো। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোলোজানো মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। মেডিক্যাল স্টাফরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাসপাতালে মাথার স্ক্যান করতে নেওয়া হয়েছে। জ্ঞানও রয়েছে।
শনিবার বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই একটি ঘটনা ঘটে গেল, যার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঝেই বল ছুড়ে মেরে বাংলাদেশের ব্যাটারকে আহত করলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই শাহিনের বলে আউট হয়ে ফিরে যান সইফ হাসান। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসা শাহিনের দ্বিতীয় বলে দুর্দান্ত ছক্কা হাঁকান আফিফ হোসেন। পরের বলটি আফিফ ডিফেন্স করেন। ফলে সেটি শাহিনের হাতে চলে যায়। শাহিন বল তুলে সোজা অফিফের দিকে ছুড়ে মারেন। সেই বল মাথায় লাগার পর ক্রিজেই বেশ কিছুক্ষণ শুয়ে কাতরাতে থাকেন আফিফ।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে আজ রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা দ্রাবিড় বাহিনীর