Mohammed Shami: 'জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি', অর্জুন সম্মান পেয়ে আর কী বললেন শামি?
National Sports Award: আগেই ঘোষণা করা হয়েছিল যে ২০২৩ সালের ক্রীড়া পুরস্কারের মধ্যে অন্যতম অর্জুন পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের তারকা পেসার।
নয়াদিল্লি: অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। ভারতের তারকা ডানহাতি পেসার গত কয়েক বছরে দেশের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে আসছেন। গত বিশ্বকাপের (World Cup 2023) সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শামি (Mohammed Shami)। পুরস্কার পাওয়ার পর বাংলার অভিজ্ঞ পেসার বলেন, ''এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলির মধ্যে একটি। ছোট বেলা থেকে অনেক ক্রীড়াবিদকে এই পুরস্কার পেতে দেখেছি। এই পুরস্কার আমাকে আগামি দিনে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।''
President Droupadi Murmu presents the Arjuna Award 2023 to Mohammad Shami for his excellent performance.#NationalSportsAwards2023 @MdShami11 pic.twitter.com/m0NHOnvdG8
— Doordarshan Sports (@ddsportschannel) January 9, 2024
আগেই ঘোষণা করা হয়েছিল যে ২০২৩ সালের ক্রীড়া পুরস্কারের মধ্যে অন্যতম অর্জুন পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা পেসার। এবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে এই সম্মান পান শামি। মহম্মদ শামি (Mohammed Shami) সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার অর্জুন পুরস্কার (Arjuna Award) পেয়েছেন। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্স সম্মান, চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। শামি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পুরস্কার পান।
দেশের জার্সিতে দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছিলেন বাংলার অভিজ্ঞ এই পেসার। গত ওয়ান ডে বিশ্বকাপে মোট ২৪ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ৭ ম্য়াচ খেলে। তিনিই ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি। গোটা বছরে খেলেছেন মাচ্র ১৯ ম্যাচ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। তিনিই তালিকায় শীর্ষে ছিলেন।
খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়।তবে শুধু শামি একা নন, আরও ২৫ জন ক্রীড়াবিদকেও এই বছরে অনবদ্য পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিও এই বছরে একাধিক ট্রফি জিতে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।