IND vs ENG: ওয়ান ডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছেন রোহিতরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs ENG ODI: টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেই ম্যাচে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী।
লন্ডন: টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজ জয়ের সুযোগ ভারতীয় দলের সামনে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। প্রথম ম্যাচে ১০ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দুরন্ত ফর্মে রয়েছে দলের বোলিং, ব্যাটিং ব্রিগেড। আগের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা, ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
আজকের ম্যাচ
আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড
কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে লর্ডসে, লন্ডন
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্যান্ডের এই ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সন্ধে ৫.৩০টায়
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বুমরা শুধু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তাই নয়, বরং আরও বড়সড় স্বীকৃতি পেলেন। আইসিসির বোলারদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বুমরা।
এছাড়া আগের ম্যাচে বোলিং বিভাগে আরেক সিনিয়র পেসার মহম্মদ শামিও ৩ উইকেট তুলে নিয়েছেন। ২ পেসার মিলেই প্রতপক্ষের ৯ উইকেট তুলে নিয়েছেন আর তাতেই ভেঙে গিয়েছিল ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড।
অপরিবর্তিত দল?
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছিলেন শিখর ধবন। প্রথম ম্যাচে রোহিত অপরাজিত অর্ধশতরান করেছিলেন। ধবন অর্ধশতরান না করলেও অপরাজিত ইনিংস খেলেন। গত মে মাসের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেন ধবন। ইংল্যান্ড শিবিরের চিন্তার কারণ জেসন রয়ের ফর্ম। শেষ চার সীমিত ওভারের ম্যাচে তাঁর ঝুলিতে যথাক্রমে ৪, ০, ২৭, ০। তবে ইংল্যান্ড হয়ত তাদের প্রথম ম্যাচের একাদশই নামাবে মাঠে। ভারতীয় দলও অপরিপর্তিত থাকার সম্ভাবনাই বেশি। বিরাট কোহলিকে দ্বিতীয় ম্যাচেও সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে।