WI vs Ind Day 2 Lunch Update: অপরাজিত হাফসেঞ্চুরি যশস্বী-রোহিতের, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে ভারত
India vs West Indies: লাঞ্চের সময় ক্রিজে রয়েছেন ভারতের দুই ওপেনার। ১৬৭ বলে ৬২ রান করে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল। যিনি উইন্ডসর পার্কে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছেন।
ডমিনিকা: প্রথম দিনই বোঝা গিয়েছিল, ম্যাচের রাশ ভারতের হাতে। তবু ঘরের মাঠে বৃহস্পতিবার ছিল ওয়েস্ট ইন্ডিজের (WI vs Ind) ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। নিজেরা প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ে জেসন হোল্ডাররা লাগাম পরাতে পারেন কি না, দেখার অপেক্ষায় ছিলেন সকলে।
কিন্তু লাগাম পরানো তো দূর অস্ত, বরং ভারতীয় ওপেনারদের কাছে কার্যত আত্মসমর্পণ করে বসলেন ক্যারিবিয়ান বোলাররা। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে আর মাত্র ৪ রানে পিছিয়ে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের লিড নেওয়া শুধু সময়ের অপেক্ষা।
লাঞ্চের সময় ক্রিজে রয়েছেন ভারতের দুই ওপেনার। ১৬৭ বলে ৬২ রান করে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল। যিনি উইন্ডসর পার্কে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছেন। অভিষেকের মঞ্চে সাবলীল ব্যাটিং করছেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মুম্বইয়েরই মহাতারকা রোহিত শর্মা। ১৬৩ বলে ৬৮ রান করে ক্রিজে রয়েছেন অধিনায়ক। টেস্টে তাঁর সাড়ে তিন হাজার রান সম্পূর্ণ হয়ে গেল এদিন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৯২তম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।
A solid morning session for #TeamIndia with 146/0 at Lunch on Day 2.
— BCCI (@BCCI) July 13, 2023
Trail West Indies (150) by 4 runs.
Scorecard - https://t.co/FWI05P59cL… #WIvIND pic.twitter.com/IPlQi14zoH
এখনও পর্যন্ত চলতি টেস্টে চারটি সেশনেই ভারতের দাপট । তবে দ্বিতীয় দিন প্রথম সেশনে ভারতের রান ওঠার গতি নিয়ে প্রশ্ন রয়েছে । প্রথম সেশনে ৩২ ওভারে মাত্র ৬৬ রান যোগ করেছেন ভারতের ওপেনারেরা । ওভার প্রতি মাত্র ২ রান করে তুলেছেন রোহিত ও যশস্বী । তাঁদের মন্থর ব্যাটিং নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন । বলা হচ্ছে, বাজ়বল ক্রিকেট খেলে যেখানে কার্যত ওয়ান ডে ক্রিকেটের ভঙ্গিতে রান তুলছে ইংল্যান্ড, সেখানে এত শ্লথ ব্যাটিং কেন করছেন ভারতীয় ক্রিকেটারেরা । কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন আরও আগ্রাসন দেখানো হচ্ছে না ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন