WI vs IND 1st Test TV Timing: আজ শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, কোথায়-কখন দেখবেন খেলা?
Team India: ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন, রোহিত শর্মা বনাম ক্রেগ ব্র্যাথওয়েটদের দ্বৈরথ দেখতে।
ডমিনিকা: পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হারতে হয়েছে ভারতকে (Team India)। বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (WI vs Ind)। প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে ডমিনিকায়। যেখানে ৬ বছর পর হচ্ছে কোনও টেস্ট ম্যাচ।
ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন, রোহিত শর্মা বনাম ক্রেগ ব্র্যাথওয়েটদের দ্বৈরথ দেখতে। কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট? জেনে নিন বিস্তারিত।
কারা মুখোমুখি
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
কোথায় ম্যাচ
রুজ়ো, ডমিনিকা, ওয়েস্ট ইন্ডিজ
কখন খেলা
ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০। টস ৭টায়
কোথায় দেখবেন খেলা
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে ডিডি স্পোর্টসে
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যাঁর টেস্ট অভিষেক হচ্ছে। শুভমন গিল নামবেন তিন নম্বরে। কিন্তু ওপেনার হিসাবে ছাপ ফেলা শুভমনকে কেন তিন নম্বরে পাঠানো হচ্ছে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে এ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন, দলের সিদ্ধান্ত নেওয়ার কাজটা অনেক সহজ করে দিয়েছেন শুভমনই। পাঞ্জাবের তরুণ নিজেই কোচ রাহুল দ্রাবিড়কে জানিয়েছিলেন যে, তিনি তিন নম্বরে ব্যাট করতে চান।
ম্যাচের আগে সাংবাদিকদের রোহিত বলেন, 'শুভমন নিজেই এসে বলেছিল যে, ও তিন নম্বরে ব্যাট করতে চায়। তাই আমি ও যশস্বীই ওপেন করব। এতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনটাও তৈরি হয়ে যাবে।' যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট একজন বাঁহাতিকে হন্যে হয়ে খুঁজছিল। সেই জায়গায় যশস্বীকে পেয়েছি। ও ভীষণ প্রতিশ্রুতিমান। রুতুরাজও তাই। শুভমন তো ভাল ছন্দে রয়েছেই। শুভমন তিনে ব্যাট করবে। ও নিজেই কোচ রাহুল ভাইকে গিয়ে বলেছিল যে, ও কেরিয়ারের বেশিরভাগ ক্রিকেটই তিন ও চার নম্বরে খেলেছে। তিন নম্বরে হয়তো আরও ভাল করতে পারব। আশা করছি যশস্বী ওপেনার হিসাবে ভাল করবে এবং জায়গাটা নিজের করে নেবে।'
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন