Ireland Defeat West Indies : ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিদেশের মাটিতে প্রথম একদিনের সিরিজ জয় আয়ারল্যান্ডের
WI vs IRE, 3rd ODI: এর আগে দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছিল আয়ারল্যান্ড...
সাবিনা পার্ক : ঐতিহাসিক সিরিজ জয় আয়ারল্যান্ডের (Ireland)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে বিদেশের মাটিতে প্রথম একদিনের সিরিজ জিতে নিল আইরিশরা। রবিবার সাবিনা পার্কে শেষ ও তৃতীয় একদিনের ম্যাচে (ODI Match) দুই উইকেটে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড।
এই সিরিজের প্রথম একদিনের ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্য়ান্ডকে ২৬৯ রানে হারিয়ে। বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্য়াচ জিতে অবশ্য সিরিজে সমতা ফেরায় আইরিশরা। এর পর রবিবার তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৫ ওভারে ২১২ রানে গুটিয়ে দেয় আয়ারল্য়ান্ড। ৪৫ তম ওভারেই ৮ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় আইরিশরা।
Andy McBrine played protagonist in breaking the back of the Windies batting line-up, registering match-winning figures of 4-28 in his 10 overs! 😍
— FanCode (@FanCode) January 17, 2022
📺 Watch his incredible spell in the final ODI on #FanCode 👉 https://t.co/a9o3MLssFM#WIvIRE @windiescricket @cricketireland pic.twitter.com/5ckqpPvSHA
শুরুটা অবশ্য ভালই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শাই হোপের আটটি বাউন্ডারিতে ভর করে মাত্র আট ওভারেই ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা। দশম ওভারে তাঁর নবম বাউন্ডারি ব্যক্তিগত অর্ধ শতরান এনে দেয় হোপকে। মাত্র ৩৭ বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেন। যা তাঁর কেরিয়ারে সবথেকে দ্রুততম।
আরও পড়ুন ; প্রয়াত বাবার স্মৃতি সঙ্গী, কিনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজিত ১৪০ সচিনের
ব্যক্তিগত ৫৩ রান করে আউট হয়ে যান হোপ। দলের সংগ্রহ তখন ৭২। এরপর থেকেই পতন শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের একের পর এক ব্যাটসম্যানের। একসময় ৭ উইকেট খুইয়ে ১১৯ রান তোলে তারা। অধিনায়ক কাইরন পোলার্ড মাত্র তিন রান করেন। এরপর হোল্ডারের কাঁধে ভর করে ২০০ রানের গণ্ডি অতিক্রম করে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ রান করেন হোল্ডার।
জবাবে ব্য়াট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। প্রথম বলেই আউট হয়ে যান উইলিয়াম পোর্টারফিল্ড। যদিও মাথা ঠান্ডা পরবর্তী কাজটা করে ফেলে আয়ারল্য়ান্ডের ব্যাটিং সাইড। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ৩৮ বোলে তোলেন ৪৪ রান। চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে মেলে ধরেন অ্যান্ডি ম্যাকব্রায়েন। ১০০ বল খেলে ৫৯ রান করেন তিনি। প্রসঙ্গত, এর আগে দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছিল আয়ারল্যান্ড।