এক্সপ্লোর
‘অধিনায়কত্বের বোঝা’র হিসেব তিন বছর পর করব: কোহলি

বিশাখাপত্তনম: অধিনায়ক হিসেবে চাপ ও প্রত্যাশা ভালোমতোই উপভোগ করছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ‘অধিনায়কত্বের বোঝা’ নিয়ে এখনও কোনও হিসেবে নিকেশ করতে নারাজ তিনি। তিন বছর পর কতটা ‘বোঝা’ চেপেছে তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন কোহলি। চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানে বিধ্বস্ত করার পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘হয়ত তিন চার বছরে আমি বুঝতে পারব, কতটা বোঝা চেপেছে। কিন্তু এখন তো ওসব কিছু মনেই আসছে না। সব কিছুই সুন্দরভাবে চলছে’। উল্লেখ্য, বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংসে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের জন্য কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে। সবমিলিয়ে এই টেস্টের পর ক্রিকেটের সব ধরনের ফরম্যাটে চলতি বছরে কোহলির রান দাঁড়িয়েছে ২২৭৭। এক্ষেত্রে তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (২২৮৫)। কোহলি বলেছেন, ব্যাটিং করার সময় অধিনায়ক সত্ত্বার কথা ভুলে যাওয়াটা কঠিন। যেখানে দল পাঁচ ব্যাটসম্যানে খেলছে সেখানে দায়িত্বটা আরও বেড়ে যায়। আর এই দায়িত্বের কারণেই বল তুলে না মারতে শিখিয়েছে। যদিও টেস্ট ক্রিকেটে এ ধরনের শট মারতে পছন্দ করেন তিনি। কোহলি স্পষ্ট জানিয়েছেন যে, কেতাবি স্ট্রোকেই তাঁর আস্থা রয়েছে। তাই তুলে মারতে না পারলে কোনও আফসোস হয় না। তিনি বলেছেন, ‘আমার সক্ষমতার ওপর ভরসা রয়েছে। মাটিতে বল রেখেও ভালো রান করা যায়। ঝুঁকি নিয়ে শট খেলার প্রয়োজন নেই বলেই মনে করি। সবচেয়ে বড় কথা, উইকেটে টিকে থাকার চেষ্টা করি। উইকেটে যত বেশি সময় কাটানো যায়, পরিস্থিতি ততই সহজ হয়ে যায়’। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কোহলি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটে মনকে প্রস্তুত করা অনেক বেশি সহজ। কারণ, সেক্ষেত্রে শুধু ব্যাটিং নিয়েই চিন্তা করার সুযোগ থাকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















