Nadal On Alcaraz: ভীষণ আনন্দ দিয়েছো, প্রতিদ্বন্দ্বী জোকারের পরাজয়ের পরই স্বদেশীয় আলকারাজ়কে অভিনন্দন নাদালের
Wimbledon 2023: স্পেনের কিংবদন্তি তিনি। চোটের জন্য আপাতত কোর্টের বাইরে। আর তাঁর অনুপস্থিতিতে স্পেনের টেনিসকে যেন নতুন স্বপ্ন দেখাচ্ছেন বছর বিশের এক তরুণ।
লন্ডন: স্পেনের কিংবদন্তি তিনি। চোটের জন্য আপাতত কোর্টের বাইরে। আর তাঁর অনুপস্থিতিতে স্পেনের টেনিসকে যেন নতুন স্বপ্ন দেখাচ্ছেন বছর বিশের এক তরুণ। কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। নোভাক জকোভিচকে হারিয়ে যিনি উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন। আর তাঁকে অভিনন্দনবার্তা জানিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। নিজে না খেললেও যাঁর চোখ ছিল রবিবারের ফাইনালে।
আলকারাজ় জয়ী হতেই সোশ্যাল মিডিয়ায় রাফা লেখেন, 'অভিনন্দন কার্লোস আলকারাজ়। আজ আমাদের দারুণ আনন্দ দিয়েছো। স্পেনের টেনিসের পথপ্রদর্শক মানোলো সান্তানা আজ যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত তিনিও তোমার হয়ে গলা ফাটিয়েছেন। তোমাকে আলিঙ্গন পাঠালাম। মুহূর্তটা উপভোগ করো. চ্যাম্পিয়ন!!!'
Enhorabuena @carlosalcaraz . Nos has dado una alegría inmensa hoy y seguro que nuestro pionero en el tenis español, Manolo Santana, también ha estado animando allá dónde esté como de Wimbledon al que hoy te has unido.
— Rafa Nadal (@RafaelNadal) July 16, 2023
Un abrazo muy fuerte y a disfrutar del momento ¡¡¡Campeón!!!… pic.twitter.com/y0j2GowX3O
কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। পাঁচ সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে যিনি উইম্বলডনের ফাইনাল জিতেছেন। আলকারাজ় বলছেন, 'এই ধরনের মঞ্চে খেলতে পারা স্বপ্নপূর্ণ হওয়ার মতো। ২০ বছর বয়সী এক তরুণের কাছে এত দ্রুত এই জায়গায় পৌঁছনো দারুণ অভিজ্ঞতা।'
আলকারাজ় যোগ করেছেন, 'আমি নোভাককে অভিনন্দন জানাতে চাই। তোমার বিরুদ্ধে খেলা অসাধারণ ছিল। ওকে নিয়ে আর কীই বা বলতে পারি? অবিশ্বাস্য। তুমি আমার অনুপ্রেরণা। আমি জন্মে থেকে তোমাকে খেলতে দেখছি। সেই সময়ই তুমি টুর্নামেন্ট জিতছো। তুমি আমার চেয়ে অনেক বেশি ফিট। ছত্রিশই এখন নতুন ছাব্বিশ। তুমি সেটা করে দেখিয়েছো।'
ইতিহাসের সাক্ষী হল উইম্বলডন (Wimbledon 2023)। নোভাক জকোভিচকে তুল্যমূল্য লড়াই শেষে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। শুরুটা কাঙ্খিত ছন্দে করতে না পারলেও উইম্বলডনে টানা ৩৪ ম্যাচে জিতে ফাইনালে খেলতে নামা নোভাককে শেষ পর্যন্ত ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা।
আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial