Carlos Alcaraz: জন্মের পর থেকে তোমাকে টুর্নামেন্ট জিততে দেখেছি, জকোভিচকে হারিয়ে নায়কবন্দনা আলকারাজ়ের
Wimbledon 2023: কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। পাঁচ সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে যিনি উইম্বলডনের ফাইনাল জিতেছেন।
লন্ডন: তাঁর মুখে স্বপ্নপূরণের হাসি। বলছেন, 'আমার কাছে স্বপ্ন সফল হওয়ার মতো। আগেও বলেছি, জিতে দুর্দান্ত লাগছে। তবে আমি হেরে গেলেও নিজেকে নিয়ে গর্বিত হতাম। বিশেষ করে যে দুরন্ত ছন্দে ছিলাম, তারপর। এই সুন্দর টুর্নামেন্টে ইতিহাস গড়তে পেরেছি। খেলাটার এক কিংবদন্তির বিরুদ্ধে।'
তিনি কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। পাঁচ সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে যিনি উইম্বলডনের ফাইনাল জিতেছেন। আলকারাজ় বলছেন, 'এই ধরনের মঞ্চে খেলতে পারা স্বপ্নপূর্ণ হওয়ার মতো। ২০ বছর বয়সী এক তরুণের কাছে এত দ্রুত এই জায়গায় পৌঁছনো দারুণ অভিজ্ঞতা।'
আলকারাজ় যোগ করেছেন, 'আমি নোভাককে অভিনন্দন জানাতে চাই। তোমার বিরুদ্ধে খেলা অসাধারণ ছিল। ওকে নিয়ে আর কীই বা বলতে পারি? অবিশ্বাস্য। তুমি আমার অনুপ্রেরণা। আমি জন্মে থেকে তোমাকে খেলতে দেখছি। সেই সময়ই তুমি টুর্নামেন্ট জিতছো। তুমি আমার চেয়ে অনেক বেশি ফিট। ছত্রিশই এখন নতুন ছাব্বিশ। তুমি সেটা করে দেখিয়েছো।'
ইতিহাসের সাক্ষী হল উইম্বলডন (Wimbledon 2023)। নোভাক জকোভিচকে তুল্যমূল্য লড়াই শেষে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। শুরুটা কাঙ্খিত ছন্দে করতে না পারলেও উইম্বলডনে টানা ৩৪ ম্যাচে জিতে ফাইনালে খেলতে নামা নোভাককে শেষ পর্যন্ত ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা।
২০ বছরের আলকারাজের কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয় এটি। তাও আবার নোভাক জকোভিচকে হারিয়ে। যিনি সেন্টার কোর্টে গত ১০ বছরে ৪৫ ম্যাচ পর কোনও খেলায় হারলেন ! বরিস বেকার ও বিয়ন বর্গের পর ওপেন এরার তৃতীয় খেলোয়াড় হিসেবে ২১-র গণ্ডি ছোঁয়ার আগেই উইম্বলডন জেতা আলকারাজ প্রসঙ্গে ম্যাচ শেষে নোভাক বলেছেন, 'দিনটা ভাল গেল না আমার। কার্লোস তুমি দুরন্ত খেলেছো। যে টেনিস তুমি খেলেছো তাতে ট্রফিজয়ের যোগ্য দাবিদার।' সেখানেই না থেমে হাসিমুখে জোকারের সংযোজন, 'ভেবেছিলাম শুধু ক্লে কোর্টে (সুরকি) ভোগাবে, ঘাসেও একই হাল হবে ধরতে পারিনি।'
আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন