Wimbledon 2025: নক্ষত্রপতন! সেমিফাইনালে হেরে বিদায় জকোভিচের, উইম্বলডন ফাইনালে আলকারাজ় vs সিনার
Jannik Sinner vs Novak Djokovic: সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জ্যাক সিনার (Jannik Sinner)।

লন্ডন: উইম্বলডন ফাইনালে ফের এক ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা। কারণ, সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জ্যাক সিনার (Jannik Sinner)। প্রথমবার উইম্বলডনে পুরুষ সিঙ্গলসের ফাইনালে (Wimbledon final) পৌঁছলেন সিনার। ফাইনালে তাঁর সামনে কার্লোস আলকারাজ়। স্পেনের যে তারকা টানা তিনবার উইম্বলডন জয়ের সামনে দাঁড়িয়ে।
সবচেয়ে বড় কথা, সিনার সেমিফাইনালে শুক্রবার জোকারকে কার্যত দাঁড়াতেই দিলেন না। স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন। মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে ম্যাচ জিতে নিলেন সিনার। ৬-৩, ৬-৩ ও ৬-৪ স্ট্রেট সেটে জকোভিচের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন ইতালির তারকা। ২০২৩ সালের সেমিফাইনালে এই জকোভিচের কাছেই স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন সিনার। সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন ২৩ বছর বয়সী তারকা।
২০১৭ সালের পর এই প্রথম উইম্বলডন ফাইনালে খেলবেন না জকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে (All England Club) শেষবার তিনি পাইনালের আগে বিদায় নিয়েছিলেন যেবার রজার ফেডেরার (Roger Federer) মারিন চিলিচকে (Marin Cilic) হারিয়ে অষ্টম উইম্বলডন খেতাব জিতেছিলেন।
জকোভিচের রেকর্ড ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সার্বিয়ার মহাতারকাকে টানা ৫ ম্যাচে হারালেন সিনার। সব মিলিয়ে এটিপি ট্যুরে জকোভিচের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ৬-৪ এগিয়ে সিনার। ১৯৯৫ সাল থেকে শুরু করে পঞ্চম পুরুষ টেনিস প্লেয়ার হিসাবে চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই উঠলেন সিনার। রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারের সঙ্গে একাসনে বসলেন। জিম ক্যুরিয়রের পর ওপেন জমানায় দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার।
Jannik Sinner becomes the second player, after Carlos Alcaraz, to beat Novak Djokovic at #Wimbledon since 2018 pic.twitter.com/oFz9RjWRsS
— Wimbledon (@Wimbledon) July 11, 2025
ফাইনালে তাঁর সামনে স্পেনের কার্লোস আলকারাজ় । যিনি শুক্রবারই প্রথম সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন । ফরাসি ওপেনের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন দুজনে। সেই ফাইনালে অবশ্য শেষ হাসি হেসেছিলেন আলকারাজ । পাঁচ সেটের ম্যাচ জিতে মুকুট জিতে নিয়েছিলেন স্পেনের তরুণ। যাঁকে টেনিস বিশ্বে নতুন নাদাল বলা হচ্ছে ।
Jannik Sinner has now reached the final of the last four Grand Slams 😤#Wimbledon pic.twitter.com/5AWdvdsPgq
— Wimbledon (@Wimbledon) July 11, 2025






















