লন্ডন: ফরাসি ওপেনের পর উইম্বলডনেও বিজয়ধ্বজা ওড়াবেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)? গড়বেন ইতিহাস?
সেরকম সম্ভাবনা তৈরি করে ফাইনালে জায়গা করে নিলেন স্পেনের তারকা। শুক্রবার সেমিফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে (Taylor Fritz) চার সেটের লড়াইয়ে ৬-৪, ৫-৭, ৬-৩ ও ৬-১ হারালেন আলকারাজ়। ম্যাচ চলল ২ ঘণ্টা ৪৯ মিনিট।
আর একটি ম্যাচ জিতলেই উইম্বলডনে নতুন ইতিহাস গড়বেন আলকারাজ়। যাঁকে টেনিস বিশ্বে নতুন রাফায়েল নাদাল বলা হয়। বিয়র্ন বর্গ (Bjorn Borg), পিট সাম্প্রাস (Pete Sampras), রজার ফেডেরার (Roger Federer) ও নোভাক জকোভিচের (Novak Djokovic) পর টেনিসের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসাবে টানা তিনবার উইম্বলডন (Wimbledon) জেতার হাতছানি আলকারাজ়ের সামনে। অল ইংল্যান্ড ক্লাবে (All England Club) রেকর্ডবুকে জায়গা করে নেবেন তিনি।
কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে জায়গা করে নিলেন আলকারাজ়। টানা ২৪ ম্যাচ জিতলেন তিনি। ইতালিয়ান ওপেন, ফরাসি ওপেন ও কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ - টানা জিতে চলেছেন আলকারাজ়। মেজর ফাইনালে এখনও পর্যন্ত ৫-০ রেকর্ড তাঁর।
ফাইনালেও এক মহারণ অপেক্ষা করে রয়েছে আলকারাজ়ের জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষ হবেন বিশ্বের এক নম্বর জ্যাক সিনার (Jannik Sinner) ও রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচের (Novak Djokovic) মধ্যে কোনও একজন। যে দুজন শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন।
প্রথম সেটে শুরু থেকে দাপট দেখান আলকারাজ়। ফ্রিৎজের সার্ভিস ভেঙে ২-০ গেমে এগিয়ে যান। শেষ পর্যন্ত মাত্র ৩৫ মিনিটে প্রথম সেট জিতে নেন। প্রথম সার্ভে দুরন্ত ছিলেন আলকারাজ়। ১৩টি পয়েন্টই জেতেন। একশো শতাংশ সাফল্যের হার।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা লড়াই শুরু করেন ফ্রিৎজ। এক সময় ৪-৪ গেমে ছিলেন দুজনে। আলকারাজ়ের সার্ভিস ভাঙেন ফ্রিৎজ। ৭-৫ ব্য়বধানে জিতে নেন দ্বিতীয় সেট।