এক্সপ্লোর
মহিলাদের এশিয়া কাপ টি ২০: পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

কুয়ালালামপুর: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে দুরমুশ করে টি ২০ এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। শনিবারের এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৭২ রান করে পাকিস্তান। একতা বিশ্ত চার ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর সানা মিরের। ৩৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের শিখা পান্ডে, অনুজা পাতিল, পুনম যাদব ও দীপ্তি শর্মা একটি করে উইকেট পান। রান তাড়া করতে নেমে ভারত মাত্র ১৬.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্মৃতি মান্ধানা ৪০ বলে ৩৮ এবং হরমনপ্রীত কউর ৪৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছএন একতা। বাংলাদেশ ও আয়োজক মালয়েশিয়ার মধ্যে খেলায় বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















