এক্সপ্লোর
আয়ারল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

প্রোভিডেন্স (গুয়ানা): ব্যাট হাতে মিতালি রাজ (৫১ রান) এবং স্মৃতি মন্ধানা (৩৩)-র দাপট এবং এরপর দলের স্পিনারদের পারফরম্যান্সে ভর করে আয়ারল্যান্ডকে ৫২ রানে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন রাধা যাদব (৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট), দীপ্তি শর্মা (৩ ওভারে ১৫ রানে ২ উইকেট এবং পুনম যাদব (৪ ওভারে ১৪ রানে ১ উইকেট)। টি ২০ বিশ্বকাপে প্রোভিডেন্স স্টেডিয়ামে আয়ারল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ইনিংসের শুরুটা ভালো হলেও তার ফায়দা তুলতে পারেনি ভারতীয় দল। ২০ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান করে ভারত। মিতালি রাজ দলের হয়ে সর্বাধিক ৫৬ বলে ৫১ রান করেন। ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের ফাঁদে জড়িয়ে পড়ে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। প্রতিপক্ষকে এতটুকু সুযোগ দেননি ভারতীয় বোলাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ৯৩ করে তারা। ৫২ রানে ম্যাচ জেতে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















