World Archery Youth Championships: বিশ্ব যুব তিরন্দাজিতে সোনা জয় ভারতের মহিলা ও পুরুষ দলের
তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ক্যাডেট ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জয় ভারতের। ফাইনালে তুরস্ককে হারিয়ে দিয়ে সোনা জয় ভারতের মহিলা দলের।
![World Archery Youth Championships: বিশ্ব যুব তিরন্দাজিতে সোনা জয় ভারতের মহিলা ও পুরুষ দলের World Archery Youth Championships 2021: India Womens Mens Team Win Compound Gold World Archery Youth Championships: বিশ্ব যুব তিরন্দাজিতে সোনা জয় ভারতের মহিলা ও পুরুষ দলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/14/ec5535a86e351cd630e4262edc6a7523_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পোল্যান্ড: পোল্যান্ডে তিরন্দাজিতে সোনা জয় ভারতের। তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ক্যাডেট ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জয় ভারতের। ফাইনালে তুরস্ককে ২২৮-২১৬ তে হারিয়ে দিয়ে সোনা জয় করেন ভারতের মহিলা দল। মহিলা দলে রয়েছেন পরণীত কৌর, প্রিয়া গুরজর ও রিদ্ধি ভরশীনি। পুরুষ দল সেখানে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। তাঁরা জয় পায় ২৩৩-২৩১ এ।
পুরুষ দলে ছিলেন কুশল দালাল, সাহিল চৌধুরী ও নীতিন আপার। টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রকে তাঁরা হারিয়ে দেয়। অলিম্পিক্সে ভাল পারফর্ম করতে না পারলেও বিশ্ব যুব তিরন্দাজিতে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের পুরুষ ও মহিলা দল।
#Archery #WAYC2021 #Poland
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery) August 14, 2021
🇮🇳GOLD🇮🇳
1st 🥇of the day
🇮🇳 Cadet Compound Girls Team defeated Turkey 🇹🇷 by 228-216. @ntpclimited@WeAreTeamIndia @Media_SAI #IndianArchery #WorldArchery #Youth #Wroclaw #cheer4Archery pic.twitter.com/zWQ0SabaVK
এর আগে অগাস্টের ১০ তারিখে বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল। সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেয়েছিলেন। যা বিশ্বরেকর্ডের চেয়ে ২২ পয়েন্ট বেশি। পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজরা আশা জাগিয়েও পদক স্বপ্ন পূরণ করতে পারেননি। পদকের সামনে থেকে ফিরে আসতে হয়। অলিম্পিক্সে বাংলার যাবতীয় আক্ষেপ দূর করে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিরন্দাজ দম্পতি। অতনু দাস ও দীপিকা কুমারী। দুজনই ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে হেরে গিয়ে দুজনই খালি হাতে টোকিও ছেড়েছেন।
টোকিও অলিম্পিক্সে স্বামী-স্ত্রী মিক্সড ইভেন্টে খেলবেন বলে আশা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কারণে অতনু ও দীপিকা, দুজনেরই মন খারাপ ছিল। তবে ব্যক্তিগত বিভাগে দুজনই ভাল খেলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। সেই স্বপ্ন অবশ্য ভেঙে যায়। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যান অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)