World Athletics Championships 2022: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে নীরজ, কখন, কোথায় দেখবেন তার ম্যাচ?
World Athletics Championships: ২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। তারপর থেকে এখনও পর্যন্ত ১৯ বছরে আর কোনও ভারতীয় অ্যাথলিট কোনও পদক জেতেননি।
ওরিগন: শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। যুক্তরাষ্ট্রের ওরিগানে আয়োজিত হচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে নামতে চলেছেন টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রায় দুই দশক আগে শেষবার পদক জিতেছিলেন কোনও অ্যাথলিট। ২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। তারপর থেকে এখনও পর্যন্ত ১৯ বছরে আর কোনও ভারতীয় অ্যাথলিট কোনও পদক জেতেননি। এ বছরই লং-জাম্পার মুরলি শ্রীশঙ্কর ও স্টিপেলচেজার অবিনাশ সাবলে নিজেদের প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন বটে। তবে পদক জিততে ব্যর্থ হন উভয়ই।
এ বারের চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা পদক আশা নীরজই। টোকিওতে তিনি ভারতের স্বর্ণপদকের আকাঙ্খা পূরণ করেছিলেন। এবার কি চ্যাম্পিয়নশিপেও পদকের অপেক্ষা ঘোচাতে পারবেন তিনি? সকলের মুখে এখন এই প্রশ্নই ঘুরছে। নীরজ কিন্তু ভাল ফর্মেই কিন্তু আছেন। সম্প্রতি তিনি পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। এটিই পানিপথের তরুণের কেরিয়ারের সেরা থ্রো, জাতীয় রেকর্ডও বটে। তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে।
কোথায় দেখবেন নীরজের ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি টেন ২ চ্যানেলে নীরেজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন ভারতীয় জনগণ।
অনলাইনে কীভাবে দেখবেন ম্যাচ?
অনলাইনে সোনি লিভ অ্যাপের মাধ্যমেও নীরেজর ম্যাচ দেখা যাবে।
নীরজের ম্যাচ কবে?
২২ জুলাই, শুক্রবার নীরজ প্রতিযোগিতায় নামবেন। তার পাশাপাশি আরেক ভারতীয় রোহিত যাদবকেও চ্যাম্পিয়নশিপে দেখা যাবে।
কখন থেকে শুরু নীরজের ম্যাচ?
নীরজ জ্য়াভলিন প্রতিযোগিতার যোগ্যতাঅর্জন পর্বে গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি'-তে অংশ নেবেন নীরজ। ২২ তারিখ ভোর ৫:৩৫-এ গ্রুপ 'এ' এবং ৭:৩৫ গ্রুপ 'বি'-র প্রতিযোগিতা শুরু হবে।
আরও পড়ুন: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পারুপল্লি কাশ্যপ, জিতলেন মঞ্জুনাথও