Russia-Ukraine Crisis: কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি ফ্রান্সের
Russia-Ukraine Conflict: রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকার করেছে পোল্যান্ড, সুইডেন ও চেক প্রতাজন্ত্র। এবার রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি ফ্রান্সের।
প্যারিস: ইউক্রেন (Ukraine) আক্রমণের জন্য এ বছর কাতারে (Qatar) অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ (2022 FIFA World Cup) থেকে রাশিয়াকে (Russia) বাদ দেওয়ার দাবি জানাল ফ্রান্স (France)। একটি সংবাদমাধ্যমকে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের (French Football Federation) প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেত (Noel Le Graet) জানিয়েছেন, তিনি ২০২২ বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
২০১৮ বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়। সেবার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এবার বিশ্বচ্যাম্পিয়নরা গত বিশ্বকাপের আয়োজক দেশকে এবারের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানাল। এ বিষয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে খেলার দুনিয়া চুপ করে বসে থাকতে পারে না। বিশেষ করে ফুটবল বিশ্ব নিরপেক্ষ থাকতে পারে না। আমি নিশ্চিতভাবেই ২০২২ কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিরোধিতা করব না।’
এর আগে পোল্যান্ড, সুইডেন, চেক প্রতাজন্ত্রের মতো দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকার করেছে। ২৪ মার্চ মস্কোয় রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পোল্যান্ডের। রাশিয়া যদি সেই ম্যাচ জেতে, তাহলে ২৯ মার্চ চেক প্রজাতন্ত্র ও সুইডেনের মধ্যে ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে। কিন্তু তিনটি দলই রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে। ফলে রাশিয়ার কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা অনিশ্চিত। পোল্যান্ড যদি রাশিয়ার বিরুদ্ধে না খেলে, তাহলে রাশিয়াকে বিজয়ী ঘোষণা হবে কি না, সে বিষয়ে অবশ্য সিদ্ধান্ত নেবে ফিফা। এখনও পর্যন্ত ফিফার পক্ষ থেকে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, প্লে-অফ ম্যাচের বিষয়ে ফিফা যে কোনও সময় সিদ্ধান্ত নিতে পারে।
উয়েফা অবশ্য ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। ২৮ মে সেন্ট পিটার্সবার্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হওয়ার কথা ছিল। সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্যারিসে। রাশিয়ার সংস্থার সঙ্গে স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি বাতিল করা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।