এক্সপ্লোর
দেখুন-বিশ্বকাপের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হলেন মার্টিন গাপটিল
অধিনায়ক কেন উইলিয়ামসন (অপরাজিত ১০৩) ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম (৬০)-এর জুটিতে ভর করে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।
বার্মিংহাম: অধিনায়ক কেন উইলিয়ামসন (অপরাজিত ১০৩) ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম (৬০)-এর জুটিতে ভর করে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।
রাসি ভ্যান ডের ডুসেন ও হাসিম হামলার লড়াকু অর্ধশতরানের ইনিংসের দৌলতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভারে ছয় উইকেটে ২৪১ রান করে।
রান তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না কিউই ব্যাটসম্যানরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার জয়ের আশায় জল ঢেলে দেয় তাদের খারাপ ফিল্ডিং। অন্যদিকে, উইলিয়ামসন ও গ্র্যান্ডহোমের জুটিতে ভর করে ৪৮.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এই ম্যাচে কিউই ওপেনার মার্টিন গাপটিল যেভাবে আউট হলেন, তা তাঁকে চিরদিন মনে রাখতে হবে। তিনি হিট উইকেট আউট হলেন। বিশ্বকাপের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট আউট হলেন তিনি। এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হলেন তিনি। বিশ্বকাপে এর আগে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যান হিট উইকেট আউট হননি।
নিউজিল্যান্ডের ইনিংসের ১৫ তম ওভারে ফেহলুকওয়ায়োর বলে গাপটিল পুল শট খেলার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উইকেটে তাঁর পা লেগে যায়।
An unfortunate dismissal for Martin Guptill in Wednesday's game! (Don't miss that reaction from #FafDuPlessis!)#CWC19 | #NZvSA pic.twitter.com/NWxByjDjm9
— Cricket World Cup (@cricketworldcup) June 20, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement