এক্সপ্লোর
Advertisement
ধোনির পাশেই কোহলি, ইংল্যান্ডের কাছে হারের পর প্রশ্ন তুললেন পিচ ও ছোট বাউন্ডারি নিয়ে
রবিবার বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর তিনি বললেন, একই সঙ্গে পাটা পিচ ও ছোট বাউন্ডারি খুবই আশ্চর্যজনক। তিনি বললেন, টস খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে, যেখানে বাউন্ডারি যেখানে খুব ছোট।
বার্মিহ্যাম: রবিবার বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর তিনি বললেন, একই সঙ্গে পাটা পিচ ও ছোট বাউন্ডারি খুবই আশ্চর্যজনক। তিনি বললেন, টস খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে, যেখানে বাউন্ডারি যেখানে খুব ছোট। আমাদের মনে হয়েছে, একটা দিকের বাউন্ডারির মাপ ৫৯ মিটারের মতো। একটা আন্তর্জাতিক ম্যাচে এটাই ন্যূনতম মাপ। একে নিষ্প্রাণ উইকেট। তার পরে এই রকম ছোট বাউন্ডারি, এটা খুবই অদ্ভূত।এই প্রথম আমাদের সঙ্গে এমনটা ঘটল। ৫৯ মিটারের বাউন্ডারিতে যেখানে রিভার্স সুইপেই ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারে, সেখানে স্পিনারদের খুব বেশি কিছু করার থাকে না।
টসে জিতে ব্যাটিং নেওয়াটা ইংল্যান্ডের পক্ষে কাজে লেগেছে। কিন্তু ভারতীয় দলের দুই রিস্ট স্পিনার এই ম্যাচের স্মৃতি দ্রুত ভুলতে চাইবেন। রবিবার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহল একেবারেই সুবিধা করতে পারেননি। দিয়েছেন প্রচুর রান।
ভারতের অধিনায়ক একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন যে, এরকম একটা পাটা পিচে ব্যাটসম্যানরা তাঁদের কাজটা করতে পারেননি এবং রানের গতি বাড়াতে ব্যর্থ হয়েছে। কোহলি বলেছেন, উইকেট ফ্ল্যাট ছিল। কিন্তু ব্যাট হাতে কাজটা আমরা করতে পারিনি। রান তোলার গতি বাড়িয়ে ওদের স্কোরের আশেপাশে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ওরা দারুণ বোলিং করেছে।
কোহলি বলেছেন, ব্যাট হাতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সফল হইনি এবং ওই আউটগুলো না হলে, ফল অন্যরকম হতে পারত। ঋষভ পন্ত ও হার্দিক পান্ড্য যখন ব্যাট করছিল, তখন আমাদের একটা ভালো সুযোগ ছিল। ওরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছনোর কাজটা করছিল, তখন ইংল্যান্ড শিবিরে ত্রাসের সঞ্চার হয়েছিল। কিন্তু আমরা উইকেট হারেত থাকি। বড় রান তাড়ার ক্ষেত্রে এটা বাধা তৈরি করে।
ভারতের রান তাড়া করার ক্ষেত্রে শেষের দিকে ধোনি ও কেদার যাদব রানের গতি খুব একটা বাড়াতে পারছিলেন না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোহলি বলেছেন, এটা ক্রিজে যে দুজন থাকে, তাদের বিষয়। আমি মনে করি, এমএস বাউন্ডারি পেতে প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ওরা ভালো জায়গায় বল করছিল, বল থমকে আসছিল। তাই শেষের দিকে ব্যাট করাটা কঠিন হয়ে গিয়েছিল। আমাদের বসে পরের ম্যাচে এই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা ও উন্নতি করতে হবে।
গতকালের ম্যাচে ৭৬ বলে ৬৬ রান করে আউট হয়েছেন কোহলি। ইংল্যান্ডের কাছে হারকে খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি। অধিনায়ক বলেছেন, দল ভালো খেলেছে। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভারতের শেষ চারে ওঠার ভালো সুযোগ রয়েছে।
কোহলি বলেছেন. প্রত্যেক দলই একটা বা দুটো ম্যাচ হেরেছে। আমরা ভালো খেলছি ও ড্রেসিংরুমে মনোবল একই রকম রয়েছে। পেশাদার ক্রিকেটার হিসেবে এই হারকে পিছনে ফেলে, এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। মেনে নিতে হবে, বিপক্ষ দল খুব ভালো খেলেছে।ওরা যথাযথভাবে খেলেছে এবং পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement