ODI World Cup 2023: বাজল বিশ্বকাপের দামামা, আজ প্রথম ওয়ার্ম আপ ম্যাচে পাক-নিউজিল্য়ান্ড দ্বৈরথ
PAK vs NZ Match Preview: পাকিস্তান এশিয়ান কাপে সেমিফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে নিজেদের শেষ ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে।
![ODI World Cup 2023: বাজল বিশ্বকাপের দামামা, আজ প্রথম ওয়ার্ম আপ ম্যাচে পাক-নিউজিল্য়ান্ড দ্বৈরথ World Cup 2023: Pakistan vs New Zeland 1st warm up match preview, team update, get to know ODI World Cup 2023: বাজল বিশ্বকাপের দামামা, আজ প্রথম ওয়ার্ম আপ ম্যাচে পাক-নিউজিল্য়ান্ড দ্বৈরথ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/7dc8ed66c79c06f904a9977ee0495a6a1695965903069206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) দামামা বেজে গেল। আর মাত্র কয়েকদিন। আগামী ৫ অক্টোবর থেকে শুরু মেগা ইভেন্ট। তার আগে আজ থেকে শুরু হতে চলেছে ওয়ার্ম আপ ম্যাচগুলো। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্য়ান্ড। ২ টো দলই তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে কিছুটা ব্যাকফুটে রয়েছে। পাকিস্তান এশিয়ান কাপে সেমিফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে নিজেদের শেষ ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে।
ভিসা সমস্যা পিটিয়ে ভারতে পা রেখেছে পাকিস্তান শিবির। বাবর আজমের নেতৃত্বে খেলতে নামবে পাক দল। পূর্ণ শক্তির দল নিয়েই এবার বিশ্বকাপে পাক দল মাঠে নামবে। তবে কিউয়ি শিবিরে কেন উইলিয়ামসনকে নিয়ে চিন্তা এখনও কাটেনি। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তিনি আছেন। দলকে নেতৃত্বও দেবেন। তবে এখনও পুরো সুস্থ হয়ে ওঠেননি। প্রথম দুটো মূলপর্বের ম্য়াচেও হয়ত তাঁকে পাওয়া যাবে না। তাঁর অনুপস্থিতিতে হয়ত টম ল্য়াথাম দলকে নেতৃত্ব দেবেন। তবে দলের মূল ভরসার জায়গা হতে পারেন ড্যারেল মিচেল, ডেভন কনওয়ের মত তারকারাও। পাকিস্তান শিবির অন্যদিকে বিশ্বকাপে পাবে না নাসিম শাহকে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ পেসার।
রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে আজ। সাধারণত এই মাঠের পিচ ব্যাটারদেরও যেমন সাহায্য় করে তেমনই বোলারদের জন্যও এই পিচ থেকে সাহায্য পাওয়া যায়। তবে মূলত হাই স্কোরিং ম্যাচই হয়ে থাকে এখানকার পিচে। প্রথমে ব্যাট করে বেশিরভাগ ২৯০-র কাছাকাছি রান ওঠে এই পিচে। তবে খেলার শুরুতে পেসারদেরও সাহায্য় করে এখানকার পিচ। তবে বোলারদের মধ্যে মূলত স্পিনাররাই গোটা ম্যাচে সুবিধে পায় বেশি।
দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
এদিকে আজ দ্বিতীয় ওয়াম আপ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা। একটা দল মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্য় একটি দল এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের শোক এখনও ভুলতে পারেনি। ওয়ান ডে ফর্ম্যাটে মাত্র ৫০ রানে অল আউট হওয়ার মত লজ্জার ইনিংস শ্রীলঙ্কা ক্রিকেটকে নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে এলেও তামিম ইকবালের স্কোয়াডে না থাকা ও শাকিব আল হাসানের মন্তব্য নিয়ে এখনও জলঘোলা চলছে। এই পরিস্থিতিতেই আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুটো দল মুখোমুখি হতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)