জো রুটের একটি রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ। তাঁরও ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি হয়ে গেল।
স্যর ডন ব্র্যাডম্যানের একটি কীর্তিরও সামনে দাঁড়িয়ে স্মিথ। ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। স্মিথের ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি হয়ে গেল।
ওভালে স্মিথের রেকর্ড দুর্দান্ত। এই মাঠে ৬ ইনিংসে ৩টি সেঞ্চুরি রয়েছে স্মিথের। একমাত্র ডন ব্র্যাডম্যানের ইংল্যান্ডে একটি মাঠে এর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। হেডিংলেতে ৪টি সেঞ্চুরি রয়েছে স্যর ডনের।
View this post on Instagram
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্মিথও। চতুর্থ উইকেট পার্টনারশিপে ২৮৫ রান যোগ করেন স্মিথ ও হেড। তাঁদের জন্যই ৭৬/৩ থেকে ৩৬১/৪ এ পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৬৮ বলে ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হলেন স্মিথ।
আরও পড়ুন: ৪৩ বছরের ট্রফির খরা কাটল, ইউরোপা কনফারেন্স লিগ জিতল ওয়েস্ট হ্যাম