WWE RAW: কুস্তিপ্রেমীদের জন্য নতুন বছরে চমক, WWE RAW এবার দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে
John Cena: ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, WWE-র কিংবদন্তি জন সিনা আগেই ঘোষণা করেছেন যে, এ বছরই হবে তাঁর কেরিয়ারের শেষ বছর। এরপরই অবসর নেবেন তিনি।
নিউ ইয়র্ক: সোমবার রাতে এই শো দেখার জন্য হা পিত্যেশ করে বসে থাকেন বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। সম্প্রচার শুরু হওয়া মাত্র ধারাভাষ্যকারের গমগমে কণ্ঠে শোনা যায়, 'ওয়েলকাম টু মনডে নাইট র।'
বিখ্যাত কুস্তির মঞ্চ ডব্লিউডব্লিউই-র নতুন এক যুগের সূচনা হতে চলেছে। সোমবার রাতের বিশেষ শো, মনডে নাইট র (WWE Monday Night RAW) ৬ জানুয়ারি থেকে দেখা যাবে নেটফ্লিক্সে (NetFlix) । ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের ইনট্যুইট ডোমে সোমবার বসচে RAW-র আসর । যে দিন এক ঝাঁক তারকা পালোয়ান লড়াই করবেন । সেই ইভেন্ট দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ।
১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, WWE-র কিংবদন্তি জন সিনা (John Cena) আগেই ঘোষণা করেছেন যে, এ বছরই হবে তাঁর কেরিয়ারের শেষ বছর । এরপরই অবসর নেবেন তিনি । সোমবারের পর্বে উপস্থিতির তালিকায় রয়েছে জন সিনার নাম । সঙ্গে থাকবেন WWE-র হল অফ ফেমে জায়গা করে নেওয়া হাল্ক হোগান (Hulk Hogan) ও লোগান পল (Logan Paul) । সেই সঙ্গে সোমবার থাকবেন আর এক কিংবদন্তি, দ্য রক (The Rock) ।
এই বিশেষ কয়েকজনের উপস্থিতির পাশাপাশি রয়েছে ৪টি বড় ম্যাচ । দেখে নেওয়া যাক এক ঝলকে
সি এম পাঙ্ক বনাম সেঠ ফ্রিকিং রলিন্স (CM Punk vs Seth Freakin Rollins)
রোমান রেইন্স বনাম সোলো সিকোয়া (Roman Reigns vs Solo Sikoa: Tribal Combat)
রিয়া রিপ্লে বনাম লিভ মর্গ্যান - মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ (Rhea Ripley vs Liv Morgan: Women’s World Championship)