এক্সপ্লোর
Sneha Ganguly Engagement: বিচ্ছেদের পরে ফের কাছাকাছি স্নেহাশিস-মোম, ভাইঝির বাগদানে মধ্যমণি সৌরভই
Sourav Ganguly and Sneha Ganguly: বাগদান পর্ব সম্পন্ন। এবার বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে।

স্নেহার বাগদান পর্বে ফ্রেম-বন্দি সৌরভ, ডোনা, স্নেহাশিস, মোমরা। - ফেসবুক
1/10

তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ব্যবসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।
2/10

তবে ফের কাছাকাছি দেখা গেল স্নেহাশিস ও মোমকে। উপলক্ষ্য, কন্যা স্নেহার বাগদান।
3/10

স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা স্নেহার বাগদান পর্ব সম্পন্ন হল। পাত্র, নিখিল। আর সেই অনুষ্ঠানেই ফের একসঙ্গে দেখা গেল স্নেহাশিস ও মোমকে।
4/10

বাগদান অনুষ্ঠানের মধ্যমণি অবশ্যই গঙ্গোপাধ্যায় পরিবারের সবচেয়ে উজ্জ্বল তারকা সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে খোশমেজাজে দেখা গেল মহারাজকে।
5/10

লন্ডনে চাকরি করেন সৌরভ-ডোনার কন্যা সানা। দিদির বাগদানে হাজির থাকবেন বলে ছুটি নিয়ে কলকাতায় ফিরেছেন।
6/10

নাতনির বাগদানে ছিলেন স্নেহাশিস-সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও। সব মিলিয়ে শুভদিনে উৎসবের মেজাজে দেখা গেল গোটা গঙ্গোপাধ্যায় পরিবারকে।
7/10

পড়াশোনা করতে গিয়ে আলাপ। দীর্ঘদিনের বন্ধুত্ব। ঘনিষ্ঠতা। প্রেম। শীতেই জীবনে নতুন বসন্ত এল স্নেহা গঙ্গোপাধ্যায়ের (Sneha Ganguly)। স্নেহা বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের কন্যা। স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে। ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভাইঝি।
8/10

স্নেহার সম্পর্কের খবরে কিছুদিন আগে সিলমোহর দেন তাঁর মা মোম গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবিও শেয়ার করেছিলেন।
9/10

মোম ছবির ক্যাপশনে লিখেছিলেন, 'সেই দিন এসে গিয়েছে যেদিন আমার বাচ্চা বড় হয়ে গেল আর জীবনের নতুন একটা পর্ব শুরু করার জন্য প্রস্তুত।'
10/10

বাগদান পর্ব সম্পন্ন। এবার বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে। ছবি - ফেসবুক
Published at : 03 Jan 2025 07:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
