Yash Dhull : বিশ্বজয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের, কীভাবে সাফল্য উদযাপন ? জানালেন অধিনায়ক যশ
Yash Dhull : টুর্নামেন্টের মাঝামাঝিতে করোনা আক্রান্ত হন শইক রশিদ ও যশ ধূল সহ কয়েকজন সদস্য
সেন্ট জন্স (অ্যান্টিগুয়া) : ইংরেজদের পরাস্ত করে বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল (Indian Team)। তাঁর নেতৃত্বে এসেছে সাফল্য। এজন্য অবশ্য অনেকে ত্যাগ স্বীকার করতে হয়েছে দলের প্রত্যেক সদস্যকে। মেনে চলতে হয়েছে কড়া ডায়েট-চার্ট (Diet Chart)। বিশ্বজয়ের পর সেই নিয়ম এবার সাময়িক শিথিল করতে চলেছেন দলের সদস্যরা, এমনই জানালেন অধিনায়ক যশ ধূল। জানিয়ে দিলেন, কীভাবে সাফল্য উদযাপন করতে চলেছে দল।
ফাইনালের পর এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অধিনায়ক যশ বলেন, "প্রত্যেক খেলোয়াড়ের ঘরে পৌঁছে গেছে আইসক্রিম। তা খেয়ে আমরা জয় উদযাপন করব। এই টুর্নামেন্টের জন্য আমাদের কড়া ডায়েটে থাকতে হয়েছে। কাজেই, আমরা এখন আইসক্রিম খাব।"
আরও পড়ুন ; টসে জিতে বোলিং, সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে আর্ম-ব্যান্ড পরে ময়দানে ভারতীয় দল
টুর্নামেন্টের মাঝামাঝিতে করোনা আক্রান্ত হন শইক রশিদ ও যশ ধূল সহ কয়েকজন সদস্য। কিন্তু, যাঁরাই দায়িত্ব নিয়েছেন, তাঁরাই তা ভালভাবে পালন করেছেন। তাছাড়া এই টুর্নামেন্টে একটা ম্যাচেও হারেনি ভারতীয় দল। এপ্রসঙ্গে যশ বলেন, "এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের মুহূর্ত। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেক খেলোয়াড় দৃঢ় মানসিকতা নিয়ে ছিলেন। এই ক্যাম্পের প্রত্যেকে মানসিকভাবে শক্তিশালী। তাই আমরা এই সাফল্য পেলাম।"
বিশ্বচ্য়াম্পিয়ন ভারত। এই নিয়ে পাঁচবার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে যশ ধূলের দল। প্রথমে বল হাতে রাজ বাওয়া, রবি কুমারদের দাপট। এরপর ব্যাট হাতে দুর্দান্ত রানের ইনিংস খেলেন শাইক রশিদ। অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেন নিশান্ত সিন্ধু। ১৯০ রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হল যুব ভারতীয় দল।
বোলাররা দাপট দেখিয়েছিলেন। মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্য়ান্ড। অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় বলেই বোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান আঙ্গক্রিশ রঘুবংশী। এরপর হরনূর সিংহের সঙ্গে জুটি বাঁধেন শাইক রশিদ। ২ জনে মিলে ৪৮ রান বোর্ডে যোগ করেন। দলের ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২১ রানের প্যাভিলিয়নে ফেরেন হরনূর। এরপর অধিনায়ক যশ ধূলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন শাইক। ৪৬ রানের পার্টনারশিপ গড়েন ২ জনে মিলে। ফাইনালে অর্ধশতরানের ইনিংস খেলেন শাইক। ৮৪ বলের ইনিংসে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু অর্ধশতরানের পরই তিনি ফিরে যান। তার এক ওভারের মধ্যে ব্যক্তিগত ১৭ রানে আউট হন যশ ধূলও। সাময়িক চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। কারণ রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু মিলে দায়িত্ব কাঁধে তুলে নেন। রাজ ৩৫ রান করে ফিরে গেলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান। শেষ পর্যন্ত দীনেশ বানাকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন নিশান্ত সিন্ধু। তিনি ৫০ রানে অপরাজিত থাকেন।