IND vs WI 1st ODI: টসে জিতে বোলিং, সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে কালো আর্ম-ব্যান্ড পরে ময়দানে ভারতীয় দল
IND vs WI 1st ODI LIVE Updates: প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের
আহমদাবাদ : ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিং ভারতের। আজ গুজরাতের আহমদাবাদে প্রথম একদিনের ম্যাচ। এদিকে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে আজ কালো আর্ম ব্যান্ড পরে ময়দানে ভারতীয় ক্রিকেটাররা।
আজ ম্যাচ শুরুর আগে ট্যুইটারে বিসিসিআইয়ের তরফে ট্যুইটারে জানানো হয়, ভারতরত্ন লতা মঙ্গেশকর, যিনি আজ প্রয়াত হয়েছেন, তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরছে। ক্যুইন অফ মেলোডি লতাদিদি ক্রিকেট ভালবাসতেন। সবসময় এই খেলাটাকে সমর্থন করে গেছেন। পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ারও।
এর আগে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানান, লতা মঙ্গেশকরের মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন ; "কেউই ওঁর মতো হতে পারবে না", সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা ক্রীড়ামহলের
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।
তাঁর মৃত্যুতে শোকবার্তা দেয় ক্রীড়ামহল। অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে বিরাট কোহলি- শোকপ্রকাশ করলেন একের পর এক ক্রিকেটার।
ট্যুইটারে বিরাট কোহলি লেখেন, লতাজির প্রয়াণে ভীষণ মর্মাহত। তাঁর সঙ্গীত গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। যেসব গান ও স্মৃতি আপনি উপহার দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের সমবেদনা জানাই।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজেরে ট্যুইটার পেজে লিখেছেন, আপনার সঙ্গীত আমাদের আত্মাকে স্পর্শ করে, আমাদের মুখে হাসি এনে দেয়। আপনার আত্মার শান্তি কামনা করি লতাজি। আপনার সঙ্গীত পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা।