এক্সপ্লোর
Advertisement
আবেগাপ্লুত বার্তা সৌরভের, আরও সম্মানজনক বিদায় প্রাপ্য ছিল, ট্যুইট রোহিতের, ‘মনের কথা তুমিই জানো’, জবাব যুবরাজের
অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়া মারফত্ যুবিকে অভিনন্দন জানিয়েছে সমগ্র ক্রিকেট মহলও। অগ্রজপ্রতিম খেলোয়াড়ের উদ্দেশে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন ভারতের একদিনের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও। যুবরাজের দীর্ঘ ১৭ বছরের রোলার-কোস্টার কেরিয়ারের উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁর ট্যুইট- আরও ভালো বিদায় প্রাপ্য ছিল যুবরাজের।
নয়াদিল্লি: ২২ গজে ২৫ বছরের পদচারনা। তারমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ১৭ বছরের। গতকাল সোমবার সেই সুদীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন ভারতের বাঁহাতি স্টাইলিশ ব্যাটসম্যান যুবরাজ সিংহ। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।আর খেলবেন না আইপিএলেও।
অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়া মারফত্ যুবিকে অভিনন্দন জানিয়েছে সমগ্র ক্রিকেট মহলও। অগ্রজপ্রতিম খেলোয়াড়ের উদ্দেশে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন ভারতের একদিনের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও। যুবরাজের দীর্ঘ ১৭ বছরের রোলার-কোস্টার কেরিয়ারের উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁর ট্যুইট- আরও ভালো বিদায় প্রাপ্য ছিল যুবরাজের।
রোহিত লিখেছেন, চলে যাওয়া পর্যন্ত বোঝা গেল না কী চলে গেল..আন্তরিক ভালোবাসা..তোমার আরও সম্মানজনক বিদায় প্রাপ্য ছিল।
<code
> রোহিতের এই হৃদয়স্পর্শী ট্যুইটের জবাবে যুবরাজ লিখেছেন, আমি অন্তরে কী অনুভব করছি, তা তুমি জানো, আন্তরিক ভালোবাসা তোমাকেও, তুমিও একদিন কিংবদন্তী হয়ে উঠবে।You don’t know what you got till its gone. Love you brotherman You deserved a better send off. @YUVSTRONG12 pic.twitter.com/PC2cR5jtLl
— Rohit Sharma (@ImRo45) June 10, 2019
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল যুবরাজের। সেই সৌরভ বিদায়বেলায় যুবিকে আবেগবিহ্বল বার্তা দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ট্যুইট-প্রিয় যুব.. সব ভালোরই একটা শেষ আছে..তুমি আমার ভাইয়ের মতো খুবই প্রিয়..আর কেরিয়ার শেষ করার পর আরও বেশি প্রিয় হলে..সমগ্র দেশ তোমার জন্য গর্ব অনুভব করবে..প্রচুর ভালোবাসা...দুরন্ত কেরিয়ার।You know how I feel inside ! Love u brothaman you go be a legend ❤️
— yuvraj singh (@YUVSTRONG12) June 10, 2019
@YUVSTRONG12 dear Yuv .. every good thing comes to an end .. I tell u this was a marvellous thing..u were like my brother very dear.. and now after u finish even dearer.. the entire country will be proud of u . Love u lots..fantastic career..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) June 10, 2019
Thanks Dadi for giving me an opportunity to play for india and live my dream 🙏 you will always be special to me
— yuvraj singh (@YUVSTRONG12) June 10, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement