এক্সপ্লোর
Advertisement
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন যুবি
নয়াদিল্লি: বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংহ এসেছিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ৯ সিজিনের ফিনালেতে। বলিউড তারকা অমিতাভ বচ্চন ওই শোয়ের সঞ্চালক। ফিনালেতে বিদ্যা বালনের সঙ্গে যোগ দিয়েছিলেন যুবি। সেখানে তিনি তাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী বলতে গিয়ে কেঁদে ফেললেন।
৩৫ বছরের তারকা ক্রিকেটার বলেছেন, তাঁর ক্যানসার হয়েছে, এ কথা বিশ্বাস করাটাই তাঁর পক্ষে কঠিন ছিল। তাঁর কথায়, ‘দিনে ৬-৮ ঘন্টা খেলছি। তাই স্বাভাবিকভাবেই বিশ্বাস করা কষ্টকর ছিল যে, আমার ক্যানসার হয়েছে’।
২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলেন, ‘এক দিন রাতে ঘুম থেকে উঠে লাল রঙের শ্লেষ্মা দেখতে পাই। চিকিত্সায় ১৪ সেন্টিমিটার টিউমার ধরা পড়ে। কিন্তু আমি খেলা থামাইনি। এতে আমার স্বাস্থ্য আরও খারাপ হয়ে পড়ে। চিকিত্সর বলেন, ক্যানসারের চিকিত্সা এখনই শুরু না করলে তোমার বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে’।
উল্লেখ্য, ২০১১-তে ভারত বিশ্বকাপ জেতার পরই যুবির ফুসফুসে টিউমার ধরা পড়ে। তবে তা নিরাময়যোগ্য ছিল। চিকিত্সার জন্য আমেরিকায় যেতে হয় তাঁকে। চিকিত্সা শেষে পরের বছর দেশে ফিরে আসেন। এরপর জাতীয় দলে ফের কামব্যাক করেন তিনি। টি-২০ বিশ্বকাপের ম্যাচে ছয় বলে ছটি ছক্কা মেরে রেকর্ড তৈরি করা যুবরাজ তিন বছর পর চলতি বছরের শুরুতে একদিনের দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের ১৪ তম সেঞ্চুরি করেন। ভারতের হয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন তিনি।Can't control my Tear's while watching this Video @YUVSTRONG12 Paa you are the fighter for lyf whole world will proud of u Champion man???? ???? pic.twitter.com/fGr4OwbQcy
— яσнιтιαη sαιүαм???? (@ImRSD45) November 2, 2017
What an absolute honor and pleasure it was to play the game of KBC with the legendary @amitabhbachchan . Thank You @balanvidya For all your support ???? Tune in tomorrow at 7:30 pm on Sony for the Grand Finale with a cause @youwecan #GrandFinale #KBC @sonytvofficial A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement