বিশাল বিশাল ছয়, ২২ বলে ৫১ রানের ইনিংস, দেখুন যুবরাজের বিধ্বংসী ব্যাটিং
কানাডায় চলতি গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিধ্বংসী ফর্মে দেখা গেল ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহকে।
লন্ডন: কানাডায় চলতি গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিধ্বংসী ফর্মে দেখা গেল ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহকে। ব্রামপটন উলভসের বিরুদ্ধে ২২ বলে ৫১ রানের ইনিংস খেললেন টরোন্টো ন্যাশনালসের অধিনায়ক যুবরাজ। যার মধ্যে রয়েছে ৫টি বিশাল বিশাল ছয়। রয়েছে ৩টি চারও। যদিও যুবরাজের এই ঝোড়ো ইনিংসের পরও কলিন মুনরোর নেতৃত্বাধীন ব্রামপটন উলভসের কাছে ১২ হারে যুবির টরোন্টো ন্যাশনালস। কাজে আসেনি কিউই তারকা ব্র্যান্ডন ম্যকালামের ইনিংসও।
What an entertainer!@YUVSTRONG12 hammered the bowling attack in his innings of 51(22).
The Southpaw hit five big sixes.#GT2019 #BWvsTN @TorontoNational @BramptonWolves pic.twitter.com/Ts5C9FQfk0 — GT20 Canada (@GT20Canada) August 4, 2019
প্রসঙ্গত, যুবির খেলা দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। এমন একটা অবিশ্বাস্য ইনিংস খেলার পর যুবরাজ বলেন, “আমার ব্যাটিং নিয়ে খুশি ছিলেন না আমার আইপিএল কোচ। তাঁর মুখে হাসি দেখে ভাল লাগছে। আশা করি দর্শক এই বিশালাকার ছয়গুলোর আনন্দ উপভোগ করেছে।”
Too many autographs to sign for @MahelaJay. And, as always, he's doing it all with a smile. @CityBrampton @OfficialSLC @mipaltan #ilovecanada#GT2019#ERvsWH@ExploreCanada pic.twitter.com/R0g2VzQelv
— GT20 Canada (@GT20Canada) August 3, 2019