এক্সপ্লোর
রিতিকার দিকে তাকাবে না, রোহিতকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুবরাজ!
![রিতিকার দিকে তাকাবে না, রোহিতকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুবরাজ! Yuvraj warned me not to even look at Ritika when I met her for first time, reveals Rohit Sharma রিতিকার দিকে তাকাবে না, রোহিতকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুবরাজ!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/29191129/HhRw1UZJ7g.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের অন্যতম সেরা দুই ক্রিকেটার যুবরাজ সিংহ ও রোহিত শর্মা। মাঠে ও মাঠের বাইরে তাঁদের সম্পর্ক বেশ ভাল। যুবরাজকে রাখি পরান রোহিতের স্ত্রী রিতিকা। কিন্তু প্রথম সাক্ষাতে তাঁর দিকেই রোহিতকে তাকাতে বারণ করেছিলেন যুবরাজ। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন রোহিত।
রোহিত বলেছেন, ‘একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে যুবরাজ আর ইরফানও ছিল। রিতিকাও সেই শ্যুটিংয়ে হাজির ছিল। ও পরিচালককে সাহায্য করছিল। সিনিয়র ক্রিকেটার যুবরাজের সঙ্গে দেখা হওয়ার পরেই ও রিতিকাকে দেখিয়ে বলে, ও আমার বোন। ওর দিকে তাকাবে না। সারাক্ষণ আমি রিতিকার দিকে রাগতভাবে তাকিয়েছিলাম। ভাবছিলাম, মেয়েটা কে? শ্যুটিং ভালভাবেই শেষ হয়। কিন্তু এরপরেই পরিচালক এসে বলেন, মাইক বন্ধ ছিল বলে আমার কোনও কথাই রেকর্ড করা যায়নি। আমি রেগে গিয়ে চলে যাচ্ছিলাম। সেই সময় রিতিকা এসে আমার সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।’
সেই আলাপের পর রোহিতের সঙ্গে রিতিকার বন্ধুত্ব হয়। ২০১৫ সালে তাঁরা বিয়ে করেন। এখন তাঁরা সুখে সংসার করছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)