এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে লিঁয়র সঙ্গে স্পিন জুটি জমবে, আশা জাম্পার
পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১২টি উইকেট নিয়েছেন জাম্পা ও লিঁয়।
লন্ডন: আসন্ন বিশ্বকাপে অফস্পিনার নাথান লিঁয়র সঙ্গে তাঁর জুটি জমে যাবে বলে আশা করছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তিনি জানিয়েছেন, ‘কয়েকমাস আগে আমরা এক অপরের সঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম, বিশ্বকাপে আমরা একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। তাই আমাদের একসঙ্গেই সব কাজ করতে হবে। আমাদের ভূমিকা আলাদা। লিঁয় নিখুঁত অফস্পিন বল করে। ও আঁটোসাঁটো বোলিং করে। এর মানে আমি অন্য প্রান্ত থেকে আক্রমণ করতে পারি।’
পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১২টি উইকেট নিয়েছেন জাম্পা ও লিঁয়। গত মরসুমে ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে খেলেছিলেন জাম্পা। ফলে তিনি ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে পরিচিত। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ বিপক্ষ দলগুলিকে সমস্যায় ফেলবে বলেই আশা করছেন জাম্পা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘গত কয়েকমাস ধরে আমরা নেটে অনুশীলনের সময়, মাঠে স্পিন বোলিং, ফিল্ডিং সাজানো, কীভাবে বল করতে হবে সেসব নিয়ে অনেক কথা বলেছি। বিশ্বকাপে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব ম্যাচে হবে কি না জানি না, তবে বিশ্বকাপে আমরা নিশ্চয়ই একসঙ্গে বড় ভূমিকা পালন করব।’
জাম্পা আরও বলেছেন, ‘বিরাট কোহলি বা জোস বাটলারের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানদের যদি বল করতে হয়, তাহলে কাজটা কঠিন। তাই একদিনের ম্যাচে মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে আলোচনা করেছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement