Live Updates: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর 'আশ্বস্ত', কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা
LIVE
Background
কলকাতা: নবান্নের বৈঠকে লাইভ কভারেজের বিষয়ে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জন প্রতিনিধি ছাড়াও আরও ৩-৪ জনকে বৈঠকে থাকার অনুমতি মুখ্যমন্ত্রীর। চিঠি দিয়ে জানালেন এনআরএসের অধ্যক্ষ। যদিও সংবাদমাধ্যমের উপস্থিতিতেই লাইভ কভারেজের দাবিতে অনড় আন্দোলরত জুনিয়র ডাক্তাররা। সংবাদ মাধ্যম থাকবে না, তবে লাইভ কভারেজের চেষ্টা করা হচ্ছে বলে আগেই জানান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র।
এর আগে আজ সকালে জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য তাঁদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, এনিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আজ দুপুর ৩টে নাগাদ নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকার কথা ১৪টি মেডিক্যাল কলেজের ২৮ জন প্রতিনিধির। গতকাল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে লেখা চিঠিতে জানানো হয়, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। বৈঠকের সময় এবং স্থান নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর সিদ্ধান্ত নেবে বলে চিঠিতে জানানো হয়। পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা দাবি করেন, এই বৈঠক হোক ক্যামেরার সামনে। যা মানতে নারাজ স্বাস্থ্য দফতর। বৈঠকের ভিডিওগ্রাফি করার অনুমতি চেয়ে প্রস্তাব পেশ করেন জুনিয়র ডাক্তাররা।
সূত্রের খবর, বৈঠকে বেশ কিছু প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যে আহত পরিবহ মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর হাসপাতালে দেখতে যাওয়া, ঘটনার নিন্দা করে কড়া বিবৃতি, হামলার ঘটনায় অভিযুক্তদের নাম-পরিচয় ও কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তা সর্বসমক্ষে জানানো, ঘটনার দিন পুলিশ কর্মীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা সম্পর্কে বিচারবিভাগীয় তদন্ত, রাজ্য জুড়ে চিকিত্সক ও ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিঃশর্তে প্রত্যাহার, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে সশস্ত্র বাহিনী মোতায়েন করার মতো বিষয়গুলি রয়েছে।